ঘন কুয়াশার জেরে যাত্রী ভোগান্তি, মার্চ পর্যন্ত বাতিল হল ৫৬টি ট্রেন, রইল তালিকা
উত্তর ভারতে ঘন কুয়াশার পূর্বাভাসের কারণে ভারতীয় রেল এক বড় সিদ্ধান্ত নিয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা এড়াতে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত ৫৬টি ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি হবে।

জাঁকিয়ে শীত না পড়লেও, কুয়াশার ঘনচাদর গায়ে দিয়েই ঘুম ভাঙছে সূর্যের। বেশ বেলা অবধিই কুয়াশার আস্তরণ। উত্তর ভারতে কুয়াশার দাপট একটু বেশিই। তার প্রভাব পড়ছে রেলযাত্রায়। বেশ কয়েকটি ট্রেনকে বাতিল করেছে ভারতীয় রেল। এই সময়টাতেই দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য ট্রেন চালাতে সমস্যা হয়। এর জেরে বাতিল হল একাধিক ট্রেন।
ঘন কুয়াশার পূর্বাভাসের কারণে ৫৬টি ট্রেন বাতিল হয়েছে। সূত্রের খবর, ঘন কুয়াশার আশঙ্কা দেখে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ৫৬টি ট্রেন বাতিলের নির্দেশ দিয়েছে রেলওয়ে। এবার দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে যে যাত্রীদের ভোগান্তি হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
দৃশ্যমানতা কমে গেলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে যায়। পঞ্জাবে ট্রেনে যাতায়াত করেন, এমন যাত্রীদের ওপর সরাসরি প্রভাব পড়েছে। রেল সূত্রে খবর, এই ট্রেনগুলোর অগ্রিম বুকিং আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব স্টেশন মাস্টারদেরও নোটিশ পাঠানো হয়েছে।
ট্রেন নম্বর ১২২০৭/১২২০৮ গরিব রথ এক্সপ্রেস ৯ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
যোগনগরি জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৪৬০৬/১৪৬০৫, ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
লালকুয়া অমৃতসর এক্সপ্রেস ১৪৬১৫/১৪৬১৬ ৬ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
জন সেবা এক্সপ্রেস ১৪৬১৭/১৪৬১৮৩ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত বাতিল। কলকা বৈষ্ণো দেবী এক্সপ্রেস ১৪৫০৩/১৪৫০৪ ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
নাঙ্গাল বাঁধ এক্সপ্রেস ১৪৫০৫/১৪৫০৬১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
অমৃতসর চণ্ডীগড় এক্সপ্রেস ১৮৫৪/ ১৪৫৪২ ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়াপি পর্যন্ত বাতিল।
অমৃতসর আজমেঢ় এক্সপ্রেস ১৯৬১১ / ১৯৬১৪৫ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত বাতিল।
আকাল তখন এক্সপ্রেস ১২৩১৭/ ১২৩১৮ ৭ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
দুর্গিয়ানা এক্সপ্রেস ১২৩৫৭ /১২৩৫৮ ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

