সংক্ষিপ্ত

  • বাংলায় একুশের নির্বাচন সঠিক সময়েই
  • করোনা আবহে কীভাবে ভোট সম্ভব?
  • 'অতমারিকে চ্যালেঞ্জ করেই সম্ভব'
  • ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

করোনা আবহের মধ্যে পশ্চিমবঙ্গ ও অন্য়ান্য রাজ্যে বিধানসভা ভোট নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। আগামী মে-জুন মাসেই সঠিক সময়েই বিধানসভা ভোট হবে বলে ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনার। করোনাভাইরাসের সংক্রমণকে চ্যালেঞ্জ করে বিহার বিধানসভার ভোট সম্পন্ন করেছে কমিশন। তা নিয়ে চিকিৎসক মহলে নানান জল্পনা শুরু হয়েছিল। তবুও, করোনা সংক্রমণের আশঙ্কাকে চ্যালেঞ্জ করে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছে কমিশন। এবার, অতিমারি থাকলেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য়ে ভোট গ্রহণ সম্পন্ন করার চ্যালেঞ্জ নিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন-আদালতের হাজিরা এড়িয়ে বাঁদনা পরবে ছত্রধর, দাবিদাওয়া পূরণের আশ্বাস কুড়মিদের

আগামী মে-জুন মাসে পশ্চিমবঙ্গ সহ অসম, তামিলনাড়ু, পদুচেরিতে বিধানসভা ভোটের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যগুলিতে ভোট নির্দিষ্ট সময়েই হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বিহার নির্বাচনের আত্মবিশ্বাস থেকেই অন্যান্য রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে কমিশন। সেই লক্ষই ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কমিশন। 

আরও পড়ুন-বিজেপির নজর নীলবাড়িতে, একুশের নির্বাচনের রণ কৌশল ঠিক করতে বাংলাকে পাঁচ জোনে ভাগ

সুনীল অরোরা জানান, করোনা আবহের মধ্যে বিহারের বিধানসভা নির্বাচন চ্য়ালেঞ্জ ছিল কমিশনের কাছে। ভোট গ্রহণের সময় করোনা সংক্রমণ এড়াতে সবরকম পদক্ষেপ করেছিল কমিশন। ভোটার, বুথকর্মী, নিরাপত্তাকর্মী সহ ভোটের সহ যুক্ত সকলের স্বাস্থ্য় সুরক্ষা রাখা কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। সবরকম সুরক্ষা বিধি মেনে বিহার নির্বাচনে পাস করেছে কমিশন। সেই আত্মবিশ্বাস থেকে পশ্চিমবঙ্গ সহ অন্য়ান্য রাজ্য়ে ভোট গ্রহণ সম্পন্ন করার দিকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন।