সংক্ষিপ্ত

  • রাহুল গান্ধীর ইস্তফার পর এখনও কোনও সভাপতি নিযুক্ত হয়নি
  • কে নেবে কংগ্রেস দলের সভাপতির স্থান, সেই নিয়েও জারি ছিল জোড় জল্পনা
  • ই পরিস্থিতিতে দলের হাল ধরতে সনিয়া গান্ধীকেই দলের হাল ধরার অনুরোধ করলেন দলের নেতারা
  • অন্তর্বতী প্রধানের পদে দায়ভার গ্রহণ করার জন্য আবেদন জানালেন তাঁরা

একাধিক রাজ্যে ভারতের জাতীয় কংগ্রেসের অবস্থা এখন চরম সংকটের মুখে। আর এই পরিস্থিতিতে দলের হাল ধরতে সনিয়া গান্ধীকেই দলের অন্তর্বতী প্রধানের পদে দায়ভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন কংগ্রেস দলের নেতারা।

রাহুল গান্ধীর পদত্যাগের পর থেকে এখনও পর্যন্ত কংগ্রেসের কোনও নতুন কোনও সভাপতি নির্বাচন করা হয়নি। যদিও এই নিয়ে নানা সময়ে বহু আলোচনা হয়েছে। তবুও এখনও পর্যন্ত দলের সভাপতি হিসাবে কাউকেই নির্বাচিত করা হয়নি। সেইসঙ্গে দলের এই ভরাডুবির অবস্থায় দলকে নতুন দিশা দেখানোর জন্য দল এখন এসে শরণাপন্ন হয়েছেন বর্ষীয়ান নেত্রী সনিয়া গান্ধীর কাছে। 

শিক্ষকদের হাজিরা দিতে স্কুলে তুলতে হবে 'সেলফি', নয়তো মিলবে না একদিনের বেতন

৭২ বছরের বর্ষীয়ান এই রাজনীতিবিদ শারিরীক অসুস্থতার কারণে বহুদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে বেশ কিছুদিন যাবতই দূরে থেকেছেন। ঘনিষ্ঠ মহলে তিনি এও জানিয়েছেন, দলের এত গুরুত্বপূর্ণ পদের দায়ভার তিনি কোনওভাবেই গ্রহণ করতে পারবেন না, এমনকী সাময়িক সময়ের জন্যও এই দায়ভার তিনি গ্রহণ করতে নারাজ। এমনকী দলের তরফে যখন তাঁর কাছে সভাপতি নির্বাচনের জন্য পরামর্শ চাওয়া হলে তিনি সেই বিষয়েও কোনওরকম মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন।