সংক্ষিপ্ত

কংগ্রেসের ইস্তেহার নিয়ে কটাক্ষ মোদীর। বজরং দলকে নিষিদ্ধ করা নিয়ে তোপ। মোদী বলেন,একটা সময় কংগ্রেস ভগবান শ্রীরামকে তালাবন্ধ করে রেখে দিয়েছিল। এখন যারা বজরংবলির ভক্ত তাদেরও তালাবন্ধ করে রাখার চেষ্ঠা করেছে।

 

কর্ণাটকের ভোট যতই এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হচ্ছে কংগ্রেস ও বিজেপি। একে অপরকে নিশানা করে দুই দলের প্রধানরা। মঙ্গলবার কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। তার কিছুক্ষণ পরেই কংগ্রেসের নির্বাচনী ইস্তহারকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, একটা সময় কংগ্রেস ভগবান শ্রীরামকে তালাবন্ধ করে রেখে দিয়েছিল। এখন কংগ্রেস চাইছে যারা হনুমানজির পুজো করে তাদের তালাবন্ধ করে রাখতে।

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে বজরংদল-সহ একাধিক ধর্মীয় মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন মোদী বলেন, একটা সময় কংগ্রেস ভগবান শ্রীরামকে তালাবন্ধ করে রেখে দিয়েছিল। এখন যারা বজরংবলির ভক্ত তাদেরও তালাবন্ধ করে রাখার চেষ্ঠা করেছে। পাশাপাশি তিনি এদিন সভামঞ্চ থেকেও জয় বজরংবলি স্লোগান দেন।

কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, 'আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল, পিএফআই বা অন্যরা শত্রুতা বা বিদ্বেষ প্রচার করে এমন ব্যক্তি ও সংস্থাগুলি দ্বারা লঙ্ঘন করা যাবে না, তা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই হোক না কেন। আমরা আইন অনুযায়ী নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেব। এই ধরনের সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।'

এদিন মোদী বিজয়নগর জেলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, 'আমি হনুমানের দেশে এসেছি। আমি ভাগ্যবান যে আমি হনুমানের দেশে প্রণান করার সুযোগ পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে দেখুন আমি যখন হনুমানের মাটিতে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে চাইছি তখন কংগ্রেস পার্টি তার ইস্তেহারে সেই ভগবান হনুমানকেই তালাবন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।' এখানেই শেষ না করে মোদী বলেন প্রথমে কংগ্রেস ভগবান শ্রী রামকে তালাবন্ধ করে রাখার চেষ্টা করেছিল। এখন হনুমানের প্রতি একই আচরণ করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটা দুর্ভাগ্য যে কংগ্রেসের ভাগবান রামের সঙ্গে সমস্যা ছিল এখন হনুমান ভক্তদের সঙ্গে তাদের সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, কর্ণাটককে এক নম্বর রাজ্য তৈরি করার চেষ্টা করবে বিজেপি। জনগণের মঙ্গল করবে। 'আমি ভগবান হনুমানের চরণে মাথা নত করে এই ব্রত সিদ্ধির জন্য প্রার্থনা করি।' তিনি আরও বলেন, বিজেপি কখনই কাউকে কর্ণাটকের সম্মান আর সংস্কৃতির ক্ষতি করতে দেবে না। তিনি বলেন বিজয়নগর রাজবংশ ও তার ইতিহাস ভারতের গর্ব। আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন।

আরও পড়ুনঃ 

ভোট প্রচারে যেতে বাধা, মাঝ আকাশে ডিকে শিবকুমারের চপারের উইন্ডশিল্ড ভাঙল ঈগলের ধাক্কায়

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

আগামী পাঁচ বছর কাজের বাজার কেমন হবে? সমীক্ষার রিপোর্ট দেখলে ঘুম ছুটবে ভারতীয়দের