সংক্ষিপ্ত

বিজেপিকে নিশানা করে রায়পুর থেকেই রাজনীতিতে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন বিজেপি দেশে বিভাগজনের রাজনীতি করছে।

প্রাক্তন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী শনিবার বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন এই দলটি বিদ্বেষের আগুন জ্বালান,সংখ্যালঘু, মহিলা, দলিত ও আদিবাসীদের ক্রমাগত নিশানা করেছে চলেছে। বিজেপির এই কাজের বিরুদ্ধে তিনি কংগ্রেস নেতা ও কর্মীদের লড়াই করার আহ্বান জানান। ছত্তিশগ়ড়ের রাজধানী রায়পুরে দলের ৮৫তম প্লেনারি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সনিয়া গান্ধী রাজনীতি থেকে অবসর নেওয়ার জল্পনাও উস্কে দেন।

এদিনের অধিবেশনে কংগ্রেস নেত্রী সনিয়া নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন একজন ব্যবস্য়ীর স্বার্থ সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার কাজ করেছ, যা গোটা দেশের আর্থনৈতিক পরিকাঠামোকে ধ্বংস করতে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সনিয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সময় প্রতিটি কংগ্রেস কর্মী আর নেতাকে দেশের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, কংগ্রেস শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি সমস্ত ধর্ম,বর্ণ, ও লিঙ্গের মানুষের কণ্ঠশ্বরকে প্রতিফলিত করে। সনিয়ার কথা বিজেপি প্রতিষ্ঠানগুলি দখল করছে। আর সেই কারণে কংগ্রেস ও দেশের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময়। সরকারি পদক্ষেপে সংবিধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। সেইজন্য আগামী লোকসভা নির্বাচনে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিজেপিকে পরাজিত করার আহ্বান জানান।

এদিনের বৈঠকেই ,সনিয়া গান্ধী রাজনীতি থেকে অবসরের জল্পনা উষ্কে দেন। তিনি বলেন, সভাপতি হিসেবে ভারত জোড়ি যাত্রার দিয়েই তাঁর ইনিংস শেষ হয়েছে। তাতে তিনি গর্বিত। তিনি বলেন ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের কাছে একটি টার্নিং পয়েন্ট। রাহুল গান্ধীর নেতৃত্বেই ভারত জড়ো যাত্রা। তবে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে সনিয়া গান্ধীকে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে না তাও তিনি স্পষ্ট করে দেন। তিনি বলেন ২০০৪ ও ২০০৯ সালে মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার তাঁকে ব্যক্তিগত সন্তুষ্টি দিয়েছিল। সেই সময়ও তিনি কংগ্রেস সভাপতি ছিলেন। তবে ভারত জোড়ো যাত্রা দিয়েই তাঁর সভাপতি ইনিং শেষ হওয়ায় তিনি যথেষ্ট গর্বিত। তিনি আরও বলেন, রাহুল গান্ধী এই ভারত জোড়ো যাত্রাকে অনেক সহজ করে দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে দেশের জনগণের যোগাযোগ আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।দিন তিনি রাহুল গান্ধীর প্রশংসাও করেন। তিনি বলেন ভারত জোড়ো যাত্রা কংগ্রেসকে একটি অন্য পর্যায়ে নিয়ে গেছে। 

আরও পড়ুনঃ

RRR: রাজামৌলির মুকুটে আরও পালক,অস্কারের আগেই হলিউডে চারটি পুরষ্কার পেলে আরআরআর

অবাককাণ্ড! ৫১২ কিলো পেঁয়াজ বেচে লাভ মাত্র ২টাকা ৪৯ পয়সা, মাথায় হাত কৃষকের

Goutam Adani Net Wealth: হিন্ডেনবার্গ রিপোর্টের ১ মাস, আদানিদের ১২ লক্ষ কোটি টাকা উধাও