- Home
- India News
- 'ভারতের দ্বিতীয় আম্বেদকর রাহুল গান্ধী'! কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপির
'ভারতের দ্বিতীয় আম্বেদকর রাহুল গান্ধী'! কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপির
Rahul Gandhi Controversy: বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে মন্তব্য করে এবার বিতর্কে রাহুল গান্ধী। কংগ্রেস নেতার মন্তব্যে তীব্র আপত্তি বিজেপির। কী বলেছেন কংগ্রেস নেতা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বিতর্কে রাহুল গান্ধী
না চাইতেই এবার কংগ্রেস নেতা উদিত রাজের মন্তব্যে বিতর্কে জড়িয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর এখন বেঁচে না থাকলেও ভারতেই রয়েছে দ্বিতীয় বাবাসাহেব আম্বেদকর। রাহুলকে উল্লেখ করে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা উদিত রাজ। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে।
রাহুলকে নিয়ে ঠিক কী বলেছেন ওই কংগ্রেস নেতা?
এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা উদিত রাজ লেখেন, ‘’অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের ভাবতে হবে যে ইতিহাস বারবার অগ্রগতির সুযোগ দেয় না। তাঁদের উচিত তালকাটোরা স্টেডিয়াম সম্মেলনে রাহুল গান্ধী যা বলেছিলেন তা অনুসরণ করা এবং সমর্থন করা। যদি তারা তা করে, তাহলে রাহুল গান্ধী তাদের জন্য দ্বিতীয় আম্বেদকর হিসেবে প্রমাণিত হবেন।''
তালকাটোরা স্টেডিয়ামে কী বলেছিলেন রাহুল গান্ধী?
শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে একটি জনসভায় উপস্থিত হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বীকার করেন যে, আগে বর্ণগত আদমশুমারি না করা তার ভুল ছিল। এবং এখনই এটি সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
আদমশুমারি নিয়ে রাহুলের দাবি কী ছিল?
তিনি বলেন যে, ‘’কংগ্রেস দল নয়, বরং তিনি নিজেই ভুল করেছেন। যে আগে বর্ণগত আদমশুমারি না করে ভুল করেছিলেন। আমি দুঃখিত যে আমি যদি আপনার ইতিহাস এবং বিষয়গুলি সম্পর্কে আরও জানতাম, তাহলে আমি বর্ণগত আদমশুমারি পরিচালনা করতাম। এটা আমার ভুল, কংগ্রেসের নয়। আমি এখন সেই ভুলটি সংশোধন করতে যাচ্ছি।''
রাহুলকে কটাক্ষ গেরুয়া শিবিরের
রাহুল গান্ধীকে বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে তুলনা নিয়ে তীব্র তোপ দেগেছে বিজেপি। বিষয়টি যে তারা মোটেও ভালো চোখে দেখছে না শনিবার সে কথা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় আইন তথা সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেন, ‘’কংগ্রেসের বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করার তীব্র আপত্তি জানাচ্ছি।”
বিজেপির মুখপাত্রের দাবি
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি বলেন, “এটি বাবাসাহেব আম্বেদকরের একটি বড় অপমান! কংগ্রেসে ‘বুটলিকিং’ প্রতিযোগিতা চলছে।'' তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।

