সংক্ষিপ্ত
- গত ৪ দিন দৈনিক আক্রান্ত ৬০ হাজারের উপরে ছিল
- মঙ্গলবার কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে
- দেশে বর্তমানে সক্রিয় কোরানা রোগীর সংখ্যা ২৮.২১ শতাংশ
- তবে দেশে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
গত ৪দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬০ হাজারের উপরে পরিস্থিতির কিছুটা হলেও বদল হল মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩,৬০১। ফলে ভারতে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬।
দৈনিক আক্রান্তের সংখ্যা কম হলেও এদিন তা ৫০ হাজারের উপরেই ছিল। তবে সবথেকে আশার খবর সুস্থতার হার। ভারতে এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৯০। ফলে সক্রিয় রোগীর সংখ্যআ এখন দেশে ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪৭,৭৪৭। আর এর সাথেই দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৯.৮০ শতাংশ।
ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশে এখন সক্রিয় কোরানা রোগীর সংখ্যা ২৮.২১ শতাংশ। দেশে মৃত্যুহার কমে হয়েছে ১.৯৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮৭১ জন। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫,২৫৭।
এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ১০ আগস্ট দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ২৯০। ফলে দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৫২ লক্ষ ৮১ হাজার ৮৪৮।
করোনা সংক্রমণে এখনও দেশের মধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজারের বেশি। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৯৬ হাজার ৯০১ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজারের বেশি। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজারের বেশি। আর পঞ্চম স্থানে থাকা জাতীয় রাজধানীতে করোনা সংক্রমণের শিকার ১ লক্ষ ৪৬ হাজারের বেশি মানুষ।