Cricket Betting: ২৩০০ কোটি টাকারও বেশি আর্থিক কেলেঙ্কারির পাণ্ডা তথা ক্রিকেট বেটিং-এর অন্যতম মাস্টারমাইন্ড হর্ষিত জৈনকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
Cricket Betting: ক্রিকেট বেটিং-এর বড় পাণ্ডা গ্রেফতার। মোট ২৩০০ কোটি টাকারও বেশি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সে। ক্রিকেট বেটিং-এর অন্যতম মাস্টারমাইন্ড হর্ষিত জৈনকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। গুজরাত পুলিশ এবং সিবিআই-এর যৌথ অভিযানে গুজরাতের বাসিন্দা হর্ষিতকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
গত ২০২৩ সালের মার্চ মাসে, পুলিশি অভিযানের পর দুবাইতে পালিয়ে যাওয়া হর্ষিতের বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল। এরপরই তাঁকে আহমেদাবাদে ফেরত পাঠানো হল।
বিদেশে পালিয়ে যাওয়া আরও অনেককেই আগামীদিনে ফিরিয়ে আনা হবে
দুবাই থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসার পর, সিবিআই তাঁকে গ্রেফতার করে। কালো টাকা লেনদেন, কর ফাঁকি, অনলাইন জুয়া সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত হর্ষিত বাবুলাল জৈন। ভারতে একাধিক অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া আরও অনেককেই আগামীদিনে ফিরিয়ে আনা হবে বলে সিবিআই-এর মুখপাত্র জানিয়েছেন।
সৌরভ চন্দ্রকর ওরফে মহাদেব বুকির সঙ্গে সম্পর্কিত ডিজিটাল বেটিং চক্রের অন্যতম বড় মাথাকে এবার গ্রেফতার করা হল। সিবিআই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হর্ষিত বাবুলাল জৈনকে দুবাইতে গ্রেফতার করা হয়েছে এবং ৫ সেপ্টেম্বর ভারতে ফিরিয়ে আনা হয়েছে। গুজরাত পুলিশ, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় তাঁকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
কর ফাঁকি, অবৈধ জুয়া এবং কালো টাকা পাচারের অভিযোগে জৈনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছিল। গুজরাত পুলিশের অনুরোধে ২০২৩ সালের ৯ অগাস্ট, ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল তাঁর বিরুদ্ধে। এরপর তাঁকে ৫ সেপ্টেম্বর আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


