- Home
- India News
- ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ, জানুন বাংলা-ওড়িশাকে বিপর্যস্ত করে এবার কোন পথে দুর্যোগ
ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ, জানুন বাংলা-ওড়িশাকে বিপর্যস্ত করে এবার কোন পথে দুর্যোগ
- FB
- TW
- Linkdin
দানা ল্যান্ডফল
মৌসম ভবন জানিয়েছে রাত ১২টা বেজে ১০মিনিটে ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে। মূল অংশ ল্যন্ডফল করে সাড়ে ৩টে নাগাদ।
ল্যান্ডফলের এলাকা
ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফল করে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যে হাবালিখাটি নেচারক্যাম্প এলাকায়।
ল্যান্ডফলের সময় গতিবেগ
মৌসম ভবনের বার্তা অনুযায়ী ল্যান্ডফলের সময় ওড়িশা উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার প্রতিঘণ্টা।
ল্যান্ডফল প্রক্রিয়া
ঘূর্ণিঝড় দানা রাতে ল্যান্ডফল করলেও শুক্রবার সকাল ১০টারও পর পর্যন্ত ল্যন্ডফল প্রক্রিয়া চলছে। জানিয়েছে মৌসম ভবন। ল্যন্ডফলের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়।
দানার লেজের ঝাপটা
মৌসম ভবন জানিয়েছে দানার লেজে স্থলভাগে প্রবেশ করেছে শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ। দানার লেজের পুরো অংশ স্থলভাগে প্রবেশের পরই ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। দানার চোখ নেই বলে আগেই জানিয়েছে মৌসম ভবন।
দানার গতিবেগ
ঘূর্ণিঝড়ড দানা ল্যান্ডফলের পরে গোটা প্রক্রিয়া শেষ হয় বেলা ১০টা নাগাদ। তবে এটি এগিয়ে যেতে শুরু করেছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশের দিকে অগ্রসর
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় দানা ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
ভাসছে বাংলা
ঘূর্ণিঝড় দানার কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। একই অবস্থা ওড়িশায়।
দুর্বল হয়ে যাবে দানা
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুর থেকেই দুর্বল হয়ে যাবে দানা। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে
গভীর নিম্নচাপ
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপে পরিণিত হচ্ছে ডানা। তারজেরে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।