News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. ছত্তীশগড়ে ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীশগড়ের গড়িয়াবন্দ জেলায় যৌথবাহিনীর অভিযানে নিহত ১০ জন মাওবাদী। তাদের মধ্যে আছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। মণিপুর জঙ্গল অঞ্চলে মাওবাদীদের নিশ্চিহ্ন করার জন্য অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবেই মাওবাদীদের খতম করে দিল নিরাপত্তাবাহিনী।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Maoist Killed: ছত্তিশগড়ে মাওবাদী-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ, নিহত ১০ মাওবাদী
২. নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এবার কুলমান ঘিসিংয়ের নাম উঠে এল। এর আগে বুধবার শোনা গিয়েছিল, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবেন। তার আগে কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নামও শোনা গিয়েছিল। কিন্তু শেষ খবর পাওয়া অনুযায়ী সুশীলা ও বালেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কাজ করতে রাজি নন। এই কারণে আন্দোলনকারীরা এবার কুলমানকে দায়িত্ব দিতে চাইছেন।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জেন জেডের সমর্থন, বালেন শাহ, সুশীলা কার্কি সরে যাওয়ায় নেপালের নেতা কুলমান ঘিসিং
৩. দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু হলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলি পেশ করা যাবে, তার মধ্যে থাকছে না রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড। কারণ, স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় কি না, তা জানতে চেয়েছিলেন। জাতীয় নির্বাচন কমিশনার জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিবেচনা করা হবে না।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বঙ্গেও অক্টোবরে SIR? স্বাস্থ্য়সাথী কার্ড নিয়ে বড় বার্তা দিয়েছে নির্বাচন কমিশন
৪. কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে ৩-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। গোল করলেন নাসিব রহমান, বিষ্ণু পি ভি ও গুইতে ভ্যানলালপেকা। সংস্কারের পর ইস্টবেঙ্গল মাঠের চেহারা বদলে গিয়েছে। নতুন চেহারার মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বিষ্ণুরা। রবিবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নতুন মাঠে উজ্জ্বল পারফরম্যান্স, কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বড় জয় ইস্টবেঙ্গলের
৫. সার্বিয়ায় সরকার-বিরোধী আন্দোলনকে সমর্থন করায় দেশ ছাড়তে বাধ্য হলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। তিনি পবিরারের থাকার জন্য গ্রিসের রাজধানী এথেন্সে বাড়ি কিনেছেন। দুই সন্তানকে এথেন্সের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন জকোভিচ। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে দেশে ফিরতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


