Delhi Blast News: অভিযোগ উঠছে, নিজেদের ওয়েবসাইটে ন্যাকের তরফে অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাক আসলে তাদের কোনও অনুমোদনই দেয়নি। আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে শোকজ় নোটিস পাঠাল ন্যাক।
Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডকে কেন্দ্র করে, একের পর এক সব অবিশ্বাস্য তথ্য সামনে আসতে শুরু করেছে (delhi blast red fort)। হরিয়ানার অন্তর্গত ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসক পড়ুয়ার নাম জড়িয়েছে এই ঘটনায় (delhi blast news live)। এবার জানা যাচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়কে শোকজ় নোটিস পাঠিয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল (NAAC)।
আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি ন্যাক
অভিযোগ উঠছে, নিজেদের ওয়েবসাইটে ন্যাকের তরফে অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাক আসলে তাদের কোনও অনুমোদনই দেয়নি। আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে শোকজ় নোটিসে ন্যাক লিখেছে, “এই কলেজ কখনও অ্যাক্রিডেশনের জন্য কোনও আবেদনই করেনি। আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে কোনও স্বীকৃতিই দেয়নি ন্যাক। এই কলেজের ওয়েবসাইটে লেখা রয়েছে, আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয় আল-ফালাহ্ দাতব্য ট্রাস্টের উদ্যোগে তৈরি। এর ক্যাম্পাসে তিনটি কলেজ চালানো হয়। আল ফালাহ্ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (১৯৯৭ সাল থেকে রয়েছে। ন্যাক ‘এ’ গ্রেড দিয়েছে), ব্রাউন হিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (২০০৮ সাল থেকে), আল-ফালাহ্ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং (২০০৬ সাল থেকে রয়েছে, ‘এ’ গ্রেড দিয়েছে ন্যাক)। কিন্তু এই তথ্য ‘ভুল।"
পড়ুয়া, অভিভাবক এবং পার্টনারদের পুরোপুরিভাবে ভুলপথে পরিচালিত করছে তারা। এবার এই বিষয়টি নিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছে ন্যাক। শুধু তাই নয়, আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া সেই তথ্য দ্রুত সরিয়ে ফেলারও নির্দেশও দিয়েছে ন্যাক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

