Liquor Selling Rules: চাইলেই আর বিক্রি করা যাবে না মদ। মদ বিক্রিতে নতুন বিধিনিষেধ চালু করতে চলেছে রাজ্য সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Liquor Selling Rules: এবার চাইলেই আর করা যাবে না সুরা পান। সাধের সুরা পানের উপর নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। পরিবর্তন আসছে একাধিক আবগারি নীতিতেও। কারণ পালাবদলের পর সবকিছুতেই পরিবর্তন শুরু করেছে দিল্লি সরকার। কারণ, দিল্লি বিধানসভা নির্বাচনে আপকে বিদায় জানিয়ে এখন ক্ষমতায় বিজেপি (BJP Delhi)। ফলে সবকিছুর পরিবর্তনের পাশাপাশি চলতে মাসের শেষ থেকে দিল্লিতে (Delhi News) চালু হতে চলেছে নয়া আবগারি নীতি।
জানা গিয়েছে, দিল্লির বর্তমান বিজেপি সরকার আবগারি নীতির বেশকিচু পরিবর্তনের পাশাপাশি মদ কেনা-বেচা ও রফতানির উপর নতুন নিয়ম লাগু করতে চলেছে। এমনই চিন্তাভাবনা শুরু করেছে সেখানকার বিজেপি সরকার। আর এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সবদিক খতিয়ে দেখে আগামী ৩০ জুনের মধ্যে রিপোর্ট জমা দেবে। তার উপরেই ভিত্তি করে চালু হবে নতুন নীতি। এর আগে ২০২১ সালে দিল্লিতে নতুন আবগারি নীতি চালু করেছিল তৎকালীন আপ সরকার (AAP)।
এরপরই আবগারি দুর্নীতির জেরে উঠে আসে একের পর এক আপ নেতার নাম। সেই দুর্নীতির তালিকায় ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়ার নাম। আর এই দুর্নীতির খেসারত বিধানসভা নির্বাচনে ভরাডুবি দিয়ে দিতে হয় আপকে। সূত্রের খবর, বিজেপি সরকারের তরফে যে নতুন আবগারি নীতি চালু করা হবে। সেখানে মদের উপর করের পরিমাণ আরও বাড়ানো হবে। বৈধ মদের দোকানের উপর জোর দেওয়া হবে। কনজিউমার সুরক্ষার দিকেও নজর দেওয়া হবে।
এই বিষয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, মদ বিক্রির ক্ষেত্রে সবার আগে নাগরিক নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হবে। ফলে তারা যে নতুন আবগারি নীতির উপর জোর দিচ্ছেন সেই বিষয়টা স্পষ্ট করে জানিয়েছেন। এছাড়াও প্রতিটি মদের যে গুণমান সঠিক সেই বিষয়েও জোর দিচ্ছেন তাঁরা। এছাড়াও যদি কোথাও অবৈধ ভাবে মদ বিক্রি হয় সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এছাড়াও জোর দেওয়া হচ্ছে বৈধ মদের দোকানের উপর।
অন্যদিকে, আহমেদাবাদের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। এবার কেদারনাথে তীর্থযাত্রীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। রবিবার ঘটনাটি ঘটেছে, কেদারনাথের কাছে গৌরিকুণ্ডের জঙ্গলে। সূত্রের খবর, কেদারনাথ যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরিকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে পাইলট সহ ৭ জন যাত্রী ছিলেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়েও জানতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
সূত্রের খবর, রবিবার সকালে কেদারনাথের কাছে গৌরিকুণ্ডের জঙ্গলে এক মর্মান্তিক চপার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গুপ্তকাশী থেকে সকাল ০৫:১৭ মিনিটে তীর্থযাত্রী নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। যাত্রীদের নামিয়ে সেটি যখন ফিরছিল, তখনই খারাপ আবহাওয়ার কবলে পড়ে পথভ্রষ্ট হয় বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


