- Home
- India News
- SSC Scam News: নিয়োগ বাতিলে মড়ার উপর খাঁড়ার ঘা! কত টাকা ফেরত দিতে হবে অযোগ্য চাকরিহারাদের? জানুন
SSC Scam News: নিয়োগ বাতিলে মড়ার উপর খাঁড়ার ঘা! কত টাকা ফেরত দিতে হবে অযোগ্য চাকরিহারাদের? জানুন
Supreme Court On SSC Verdict: সুপ্রিম নির্দেশে বৃহস্পতিবার চাকরি হারালেন ২০১৬ সালের SSC-র প্যানেলের ২৫ হাজার ৩০০ জন। তার মধ্যে আবার চিহ্নিত অযোগ্য প্রাথীদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কত টাকা ফেরত দিতে হবে তাঁদের জানেন?…
- FB
- TW
- Linkdin
)
চাকরি বাতিলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ
২০২৪ সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। গোটা নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ বলে জানাল শীর্ষ আদালত।
বেতন ফেরতের নির্দেশ
সুপ্রিম নির্দেশে চাকরি বাতিলের পাশাপাশি দিতে হবে বেতন ফেরতও। ১২ শতাংশ সুদ সহ চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।
বয়সসীমা বাড়িয়ে ফের চাকরিতে বসার সুযোগ
২০১৬ সালের সম্পূর্ণ প্য়ানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি হারিয়েছেন প্রকৃত যোগ্য প্রাপকরা। শীর্ষ আদালতে এসএসসি-র ২৬ হাজারের যে নিয়োগ বাতিল করা হয়েছে তার মধ্যে ফের পরীক্ষায় বসতে পারবেন যোগ্য প্রার্থীরা।
ওএমআর শিট জালিয়াতি
২০১৬-র প্যানেলে যাঁরা সাদা খাতা এবং ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন এবং এতদিন সেই চাকরিতে বহাল ছিলেন তাঁদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। সঙ্গে গুনতে হবে সুদের টাকাও।
টাকা ফেরত দিতে হবে শিক্ষক-অশিক্ষক কর্মীদের
সুপ্রিম নির্দেশে টাকা ফেরাতে হবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া গ্রুপ ডি, গ্রুপ সি-র কর্মীরাও। এই সমস্ত অ-শিক্ষক কর্মীদের স্টার্টিং বেতন শুরু হয় ২৫-২৬ হাজার টাকা থেকে। স্টার্টিং বেতন থেকে ২০২৪ সাল পর্যন্ত ধরলে তাঁদের বেতন হয় প্রায় ১৬ লক্ষ টাকা। এবার ১২% সুদ সমেত সেই টাকা ফেরতের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।
বেতন ফেরত দিতে হবে অযোগ্য গ্রুপ ডি-র কর্মীদের
হাইকোর্টের নির্দেশ মতো অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে বলে এদিন জানায় শীর্ষ আদালত। ফলে অযোগ্য গ্রুপ ডির ক্ষেত্রেও দিতে হবে বেতন ফেরত। এদের স্টার্টিং স্যালারি শুরু হয় ১৯ হাজার টাকা থেকে। সেটা ধরলে, ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও। ফলে এই সমস্ত চাকরিহারাদেরও টাকা ফেরত দিতে হলে গুণতে হবে কয়েক লক্ষ টাকা।
বেতন ফেরত দিতে হবে একাদশ-দ্বাদশের অযোগ্য চাকরি প্রাপকদের
বৃহস্পতিবার সুপ্রিম পর্যবেক্ষণে জানানো হয়েছে যে, বেতন ফেরত দিতে হবে একাদশ-দ্বাদশের অযোগ্য চাকরি প্রাপকদেরও। এই দুই ক্লাসের শিক্ষকদের স্টার্টিং স্যালারি শুরু হয় ৪৪ হাজার টাকার আশপাশ থেকে। ২০২৪ সালের এপ্রিলে কলকাতা হাইকোর্ট এই সমস্ত অযোগ্য চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল। ফলে ২০২৪ সালের হিসেব ধরলে এখনও পর্যন্ত সুদ সমেত প্রায় ২৬ লক্ষ টাকা বা তার বেশি বেতন ফেরত দিতে হবে তাঁদের।
টাকা ফেরত দিতে হবে কতজনকে?
এখনও পর্যন্ত SSC-র দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা হল ৫ হাজার ৪৮৫। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাঁদের সমস্ত বেতন ফেরত দিতে হবে।
এখনও স্পষ্ট নয় বেতন ফেরত দেওয়ার তালিকাা
SSC-র দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা হল ৫ হাজার ৪৮৫ জল হলেও এখনও সুপ্রিম কোর্টের কাছে মোট কতজনকে বেতন ফেরত দিতে হবে সেই সংখ্যাটা পরিস্কার নয়। ফলে এই সংখ্যা যে আরও বাড়তে পারে তা বলাই বাহুল্য!
বেতন ফেরত দিতে হবে ২০১৬-২০২৪ সাল পর্যন্ত
বৃহস্পতিবার SSC মামলায় যে রায় দিয়েছে তাতে অযোগ্য চাকরি প্রাপকরা ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যত টাকা বেতন পেয়েছেন সেই টাকার ওপর ১২ শতাংশ সুদে বেতন ফেরত দিতে হবে। এমনই নির্দেশ শীর্ষ আদালতের।