প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদী ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করার এবং ইউক্রেনে শান্তি ফেরানোর উদ্যোগে সমর্থনের কথা বলেন।

ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী। এরই সঙ্গে ভারত-মার্কিন সম্পর্ক আরও নিবিড় করতে জোর দিচ্ছে মোদী। ইউক্রেনে শান্তি ফেরাতে যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, ভারত তাকেও সমর্থন করে বলে জানিয়েছেন মোদী।

আজ বুধবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিন তাঁর কাছে জন্মদিনের শুভেচ্ছা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন মোদী। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘আমার ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করার জন্য ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত-মার্কিন সম্পর্ককে আরও সর্বাত্মক এবং বিশ্ব স্তরে এই সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি দায়বদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, তাকেও আমরা পুরোপুরি সমর্থন করি।’

Scroll to load tweet…

এদিকে আবার ট্রাম্প দাবি করেছিল, রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মদত করছে ভারত। এই যুক্তি দেখিয়েই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। এতে সম্পর্কে চিড় যে ধরেছিল তা আলাদা করে বলার অপেক্ষারাখে না। তবে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সে সম্পর্ক মেরামতির চেষ্টা করলেন বলে মনে করছেন অনেকে।

এদিকে ১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনে কথা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে সূত্রে খবর, মোদীকে গত কয়েক সপ্তাহ অন্তার চার বার ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু মোদী নাকি কথা বলেননি। তবে, এবার মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। সে কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রধানমন্ত্রী নিজেই। এবার অনেকেই মনে করছেন বদল হচ্ছে মোদী ও ট্রাম্পের সম্পর্কের সমীকরণ। এতে ভারত ও মার্কিন সম্পর্কের উন্নতি হবে বলে আশা সকলের।