পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কঠোর প্রতিশোধের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে।
Pahalgam terror attack: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাস হামলার (Pahalgam terror attack) কঠোর প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)) নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে।
২৬ জন নিরীহ মানুষ নিহত, দেশ জুড়ে ক্ষোভ
২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাস হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুরও দেশ সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী মোদী, ঠিক দেশবাসী যা চাইবে তাই করবেন-
দিল্লিতে আয়োজিত সংস্কৃতি জাগরণ মহোৎসবের মঞ্চ থেকে রাজনাথ সিং বলেন, আপনারা সকলেই প্রধানমন্ত্রী মোদীর কাজ এবং তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জানেন। সে জীবনে ঝুঁকি নিতে শিখেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে মোদীজির নেতৃত্বে 'দেশবাসী যা চান তাই হবে'।
Scroll to load tweet…


