Pahalgam incident Update News: পহেললগাঁওয়ে ২৬ জন নিরপরাধ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিশদে পড়ুন…
Pahalgam incident Update News: পহেললগাঁওয়ে ২৬ জন নিরপরাধ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ (India)। একেবারে তলানিতে ঠেঁকেছে ভারত-পাক সম্পর্ক। সার্ক ভিসা থেকে ব্যবসা-বাণিজ্য, স্থগিত সিন্ধু জলচুক্তি। এই পরিস্থিতিতে প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা ভারতের চেন্নাই হয়ে শ্রীলঙ্কা পালিয়ে যাওয়র মতলব আঁটছে। আরও জানা গিয়েছে, শনিবার রাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কা (sreelanka) এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। খবর, ওই বিমানে নাকি সাধারণ মানুষের ছদ্মবেশে ছয়জন জঙ্গি রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের তরফে এই সন্দেহ বার্তার কথা জানানো হয় শ্রীলঙ্কার বিমান বন্দর কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ, সাধারণ মানুষের ছদ্মবেশে যে ছয়জন জঙ্গি রয়েছে তারা পহেলগাঁও (Pahalgam attack) হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
জানা গিয়েছে, এরপরই দিল্লির তরফে কলম্বো বিমান বন্দর কর্তৃপক্ষকে অ্যালার্ট দেওয়া হয়। তারপরই বিমানটিকে আলাদা একটি জায়গায় ল্যান্ড করিয়ে সকল যাত্রীদের তল্লাশি করা হয়। একই সঙ্গে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তবে যে সকল যাত্রীদের দেখে জঙ্গি সন্দেহ হয়েছিল তারা আদেও পহলেগাঁও হামলার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো বিমান বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি এক পাক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী, পাকিস্তানের যে জল প্রাপ্য, তা আটকাতে ভারত কোনও বাঁধ তৈরি করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্কের জটিলতার কথা ইসলামাবাদের তরফে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে। তবে এখন দেখার ভারত-পাকিস্তান দ্বন্ধের জল কোনদিকে গড়ায়।
সূত্রের খবর, সিন্ধু নদীর জলের উপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভরশীল। ভারত সরকারের তরফে এই জল সরবরাহের কাজ বন্ধ করে দেওয়া হলে খুব শীঘ্রই খরার পরিস্থিতি তৈরি হতে পারে শাহবাজ শরিফের দেশে। কারণ, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। তলানিতে ঠেকেছে ব্যবসা বাণিজ্য। পাকিস্তানের সঙ্গে আপাতত অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ভারত সরকার। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছে পাকিস্তান। এবার খোদ সে দেশের প্রতিরক্ষামন্ত্রীই ভারতের বিরুদ্ধে হুংকার দিলেন। তিনি বলেন, ''শুধু গুলি-বন্দুকেই আগ্রাসন হয় না। আগ্রাসনের আরও একটা রূপ জল আটকে দেওয়া। সেটা করলে খিদে-তেষ্টায় মানুষ মারা যেতে পারেন।
তিনি আরও বলেন, ''সিন্ধু সিস্টেমের নদীগুলির উপর কোনও বাঁধ তৈরি করে জল আটকানো হলে তা চুক্তির শর্ত লঙ্ঘন হিসাবে দেখা হবে। সে ক্ষেত্রে তা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি আগ্রাসন। ভারত এমন কিছু করলে আমরা যে কোনও নির্মাণ গুঁড়িয়ে দেব।''
অন্যদিকে, পাক প্রতিরক্ষা মন্ত্রীর কথায় ভারত সরকার যে মোটেও আমল দিচ্ছে না তা আরও একবার ফের স্পষ্ট হল। কারণ, এবার বন্দরের পর এবার বাণিজ্য। পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর, ভারত সরকার পাকিস্তান থেকে সকল পণ্যের আমদানি এবং ট্রানজিট নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে আরোপ করা হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


