- Home
- India News
- EPFO-এর কয়েক কোটি সদস্য স্বস্তিতে থাকলেও অবশ্যই করতে হবে এই কাজ! নাহলে পড়বেন বিরাট সমস্যায়
EPFO-এর কয়েক কোটি সদস্য স্বস্তিতে থাকলেও অবশ্যই করতে হবে এই কাজ! নাহলে পড়বেন বিরাট সমস্যায়
- FB
- TW
- Linkdin
সম্প্রতি কর্মচারীদের অনলাইনে পিএফ থেকে টাকা তোলার সুবিধা করে দিয়ে কয়েক কোটি মানুষকে বিরাট সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কারণ সম্প্রতি কিছু প্রযুক্তিগত ত্রুটির কারনে প্রয়োজন থাকলেও পিএফ থেকে টাকা তুলতে পারতন না সদস্যরা।
বিশেষ করে লকডাউনের সময়ে পিএফে টাকা থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য প্রযুক্তিগত ত্রুটির কারনে টাকা তুলতে পারেননি একাধিক সদস্য। যার জেরে প্রবল সমস্যার সম্মুখীণ হয়েছেন।
জুলাই মাসে পূর্ণ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন ইএলআই (ELI) প্রকল্পের ঘোষণা করেছিলেন।
এই প্রকল্পেও ইউএএন এক্টিভেশন এবং ব্যাঙ্কের সঙ্গে আধার কানেক্ট করা জরুরী।
এই পক্রিয়ায় শেষ সময় ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত। এর আগে অবশ্য এই সময়সীমা ছিল ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
অর্থ মন্ত্রনালয়ের নির্দেশ অনুসারে এই দুই কাজ করা আবশ্যক।
কারণ এর ফলে আপনার EPFO-এর পাসবুকে কত টাকা জমা রয়েছে তা চেক করা, প্রিন্ট আউট নেওয়া বা ডাউনলোড করার ক্ষেত্রে সুবিধা মিলবে।
এছাড়া পিএফ থেকে এটিএমে টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ শতাংশ টাকা তুলতে পারবেন।