Asianet News BanglaAsianet News Bangla

নয়া দিল্লির রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের বিরাট বাহিনী

  • নয়া দিল্লির রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • আগুন লাগে রেলের রিয়ার পাওয়ার কারে
  • ঘটনাস্থলে দমকলবাহিনী
  • কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি
Fire breaks out in rear power car of Chandigarh-Kochuveli Express
Author
Kolkata, First Published Sep 6, 2019, 4:35 PM IST

নয়া দিল্লির রেলস্টেশনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার। চন্ডিগড়-কোচুভেলি এক্সপ্রেস-এ দাঁড়িয়েছিল স্টেশনের আট নম্বর প্লাটফর্মে। সূত্রের খবর পিছনের দিকের পাওয়ার কারে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। 

সূত্রের খবর, শুক্রবার দুপুর প্রায় ১টা বেজে ৫৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। তারপরই তা জানানো হয় দিল্লির ফায়ার সার্ভিসকে। সাত ও আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের দুটি বগিতে আগুন লাগে বলে খবর। আগুন লাগলেও সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে খবর। 

তিহার জেলে প্রথম রাতেই অস্থির চিদম্বরম, পেলেন না কোনও বিশেষ সুবিধা

৭ বছর ধরে জাঙ্ক ফুডে অভ্যস্ত, সতেরো বছর বয়সেই দৃষ্টি হারাল কিশোর

ফটোসেশনে আলিশান সোফা নয়, মোদী বেছে নিলেন সাধারণ চেয়ার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

ফের আক্রান্ত কাশ্মীরি যুবক, সালোয়ার কামিজ পরিয়ে চলল বেধড়ক মার

নর্দার্ন রেলওয়ে মুখপাত্র দীপক কুমার জানিয়েছেন, চন্ডিগড়-কোচুভেলি এক্সপ্রেস প্লাটফর্ম ছেড়ে চলে যাওয়ার সময়ে রিয়ার পাওয়ার কারে আগুন লেগেছে বলে খবর। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ এখনও স্পষ্ট নয়। আগুন লাগার বিষয়টি রেল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়েও বলা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে দমকলকর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে খবর। 

Follow Us:
Download App:
  • android
  • ios