- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাফাল
- জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী
- থাকছে আর একাধিক যুদ্ধ বিমান
- কিছু নতুন জিনিস দেখা যাবে কুচকাওয়াজে
প্রথমবার সাধারণতন্ত্র দিবসের দিনে ভারতের আকাশ উড়বে রাফাল যুদ্ধ বিমান। ২৬ জানুয়ারির কুচকাওয়াজে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভূক্ত হওয়া দুটি রাফাল অংশ নেবে বলে। কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠান ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান ভার্টিক্যাল চার্লি গঠন করবে। তাতেই দেখা যাবে রাফাল যুদ্ধ বিমানকে। কিছু নতুন ফর্মেশনও চলতি বছর দেখা যাবে।
আইএএফএর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ১৫ ফাইটার জেট, পাঁচটি ট্রান্সপোর্ট ও একটি ভিনজেট বিমান সহ মোট ৪২টি বিমান দেখা যাবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। তিনি জানিয়েছেন দুটি রাফাল যুদ্ধ বিমান কুচকাওয়াজে অংশ নেবে। সেনা বাহিনীর হেলিকপ্টারও থাকবে কুচকাওজের অংশ হিসেবে।
আটারি সীমান্তে যৌথ কুচকাওয়াজ হবে না, সাধারণতন্ত্র দিবসের প্রথাগত অনুষ্ঠানে বাধা
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কুচকাওয়াজ চলাকালীন রুদ্র,সুদর্শন, রক্ষক একলব্য ব্রহ্মাস্ত্র -এই রূপগুলি দেখা যাবে। একটি ডাকোটা ও দুটি মিগ -১৭ রুদ্র গঠন করবে। সুদর্শন গঠন করবে দুটি চিনুক ও দুটি মিগ ১৭। রক্ষক গঠন করবে একটি মিগ ৩৫, চারটি অ্যাপাচি হেলিকপ্টার। গরুড় গঠন করবে একটি সি ১৭, দুটি মিগ ২৯ ও দুটি এস ৩০।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 18, 2021, 8:24 PM IST