Jammu Kashmir: ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই। সন্দেহভাজন জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Jammu Kashmir: উপত্যকায় ফের জঙ্গি বনাম সেনার গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হয়েছেন। জানা গিয়েছে, উধমপুরের একটি গ্রামে চার সন্দেহভাজন জৈশ জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। সমগ্র এলাকা ঘিরে ফেলে ওই জঙ্গিদের আত্মসমর্পণের জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় শুক্রবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হয়েছেন। এই ঘটনায় জয়েশ-ই-মোহাম্মদ (JeM) গোষ্ঠীর তিন থেকে চার জন জঙ্গি আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে।
প্রথমে, সেনাবাহিনী জানিয়েছিল যে কিশতওয়ারেও আরেকটি গুলির লড়াই শুরু হয়েছে। কিন্তু পরে স্পষ্ট করে জানায় যে অভিযানটি শুধুমাত্র উধমপুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই বিষয়ে দ্য হোয়াইট নাইট কর্পস (The White Knight Corps) তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে যে, ডোডা-উধমপুর সীমান্তে বন্দুকযুদ্ধ চলছে। ওই বার্তায় আরও জানানো হয়েছে যে, "সন্ত্রাসবাদীদের নাগাল পাওয়া গিয়েছে। অভিযানের স্থানটি হলো ডোডা-উধমপুর সীমান্ত। অভিযান চলছে।"
ডোডু বাসন্তগড়ের উচ্চতায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী, স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এরপরই শুরু হয় দু'পক্ষের মধ্যে গুলির লড়াই।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার নাম্বোল সাবাল লেইকাইয়ের কাছে একটি নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা। ঘটনায় অসম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনার সময় কিছু অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, অসম রাইফেলসের একটি দল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই অতর্কিতে তাদের উপর হামলা চালানো হয়। প্রাথমিকভাবে খবর আসে যে এই হামলায় দুজন জওয়ান মারা যান এবং চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিন বিকেল ৫.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ৩৩ অসম রাইফেলসের জওয়ানদের একটি গাড়ি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই হামলার মুখে পড়ে গাড়িটি। আহত জওয়ানদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


