- Home
- India News
- School Holidays: বৃহস্পতিবার থেকে ফের বন্ধ থাকবে স্কুল, টানা ৪ দিন ছুটি রাজ্যের সমস্ত স্কুলে, জারি হল নোটিশ
School Holidays: বৃহস্পতিবার থেকে ফের বন্ধ থাকবে স্কুল, টানা ৪ দিন ছুটি রাজ্যের সমস্ত স্কুলে, জারি হল নোটিশ
চলতি সপ্তাহে টানা চার দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলি। ১৪ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী এবং রবিবার উপলক্ষ্যে।

চলতি সপ্তাহে টানা ছুটি
ফের জারি হল স্কুল ছুটির বিজ্ঞপ্তি। চলতি সপ্তাহে এক কিংবা দুই নয়, টানা চার দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে লম্বা ছুটি পাবেন সমস্ত পড়ুয়ারা। তেমনই অনেক জায়গায় বন্ধ থাকবে অফিস ও ব্যাঙ্কগুলো।
উৎসবের তালিকা
গোটা অগাস্ট মাস জুড়ে রয়েছে একাধিক ছুটি রয়েছে। সমস্ত রাজ্যে বিশেষ কয়টি দিনে স্কুল-কলেজ, অফিস-কাছারির পাশাপাশি বেশ কদিন বন্ধ থাকবে ব্যাঙ্কও। এই মাসের শুরুতে ছিল রাখি বন্ধন। তারপর স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী থেকে গণেশ পুজোর ছুটি। এই সব মিলিয়ে টানা ছুটি মিলবে অগাস্ট মাসে। এই সব ছুটি ও রবিবার মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
অগাস্টের দ্বিতীয় সপ্তাহের ছুটির তালিকা
তবে লম্বা ছুটি এই চলতি সপ্তাহে। অগাস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ অগাস্ট এবং জন্মাষ্টমী। সেই সময় টানা চার দিন বন্ধ থাকবে স্কুল। ১৪ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এই সপ্তাহে, ১৪ অগাস্ট পড়েছে চেহলুম। যে কারণে উত্তর প্রদেশে সকল স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক অফিস বন্ধ থাকবে। এই ছুটি বাংলায় নেই। তবে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস এবং ১৬ অগাস্ট জন্মাষ্টমী।
বন্ধ স্কুল-কলেজ
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস এবং ১৬ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত রাজ্যে স্কুল, কলেজ এবং সরকারি অফিস বন্ধ থাকবে। তারপর রবিবার ১৭ অগাস্ট। সব মিলিয়ে রবিবার পর্যন্ত ছুটি।
অগাস্টের ছুটির তালিকা
এদিকে চলতি মাসে ৯ অগস্ট শনিবার পড়েছিল রাখি উৎসব। এই দিন প্রায় সব রাজ্যে সরকারি ও বেসরকারি স্কুলে ছিল ছুটি। দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে সব রাজ্যে টানা তিন দিন ছুটি। আর উত্তর প্রদেশে ছুটি ১৪ অগাস্ট থেকে। আবার চলতি মাসের শেষ সপ্তাহে ২৭ অগাস্ট গণেশ চতুর্থীর ছুটি থাকবে এই রাজ্যের স্কুলগুলোতে।

