- Home
- India News
- Pay Commission: মালামাল হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা! মাইনে হবে ৩ লক্ষ টাকা? মিলল পাক্কা খবর
Pay Commission: মালামাল হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা! মাইনে হবে ৩ লক্ষ টাকা? মিলল পাক্কা খবর
১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আনুষ্ঠানিক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তারপরেই হাসি ফুটেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে। শোনা যাচ্ছে বেতন নাকি পৌঁছতে পারে ৩ লক্ষ টাকা অবধি! দেখুন হিসেব।

সরকারি চাকরিজীবিদের জন্য বিরাট সুখবর। কেন্দ্র সরকার ১৬ জানুয়ারি, ২০২৫ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আনুষ্ঠানিক ঘোষণা করেছে। আর এরপর থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। তবে প্রশ্ন একটাই, এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে?
বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। আর এই কমিশন শুরু হয়েছিল ২০১৬ সালে। ধারণা করা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, কিছু প্রশাসনিক কারণে হয়তো কিছুটা দেরি হতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে?
প্রসঙ্গত বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর মাত্র ২.৫৭ ছিল। এর ফলে ন্যূনতম বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হওয়ার সম্ভাবনা থাকছে।
বেসিক পে-র সঙ্গে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’কে গুণ করা হয়, মূল বেতন ঠিক করতে। সেই হিসেবে অষ্টম বেতন কমিশন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০)। কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন কমপক্ষে ১৮ হাজার টাকা।
অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ ঠিক হলে ১,৯০০ গ্রেড পে-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন (বেসিক পে) বেড়ে দাঁড়াবে ৫৪ হাজার ৫২৮ টাকা। এর সঙ্গে এইচআরএ এবং টিএ বাবদ যোগ হবে যথাক্রমে ১৩ হাজার ৮৬ টাকা এবং ৩,৬০০ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে মোট বেতন পৌঁছোবে ৭১ হাজার ২১৫ টাকায়। এর থেকে এনপিএস এবং সিজিএইচএস বাবদ বাদ যাবে ৫,৪৫৩ টাকা ও ২৫০ টাকা। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তি বাড়িতে ৬৫ হাজার ৫১২ টাকা নিয়ে যেতে পারবেন।
একই ভাবে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ হলে ১,৯০০ গ্রেড পে-র কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক দাঁড়াবে ৮৬ হাজার ৫৫৬ টাকা। আবার গ্রেড পে ২,৪০০ হলে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ এবং ২.৫৭-র ক্ষেত্রে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের পরিমাণ হবে ৮৬ হাজার ৭৪৩ টাকা এবং ১ লক্ষ ১৪ হাজার ৯৭৫ টাকা। গ্রেড পে ৪৬০০, ৭৬০০ এবং ৮৯০০ হলে আরও বাড়বে হাতে পাওয়া বেতন। অষ্টম বেতন কমিশনে সর্বোচ্চ হাতে পাওয়া প্রতি মাসের বেতন প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একাধিক ভাতা পেয়ে থাকেন। সেই তালিকায় রয়েছে বাড়িভাড়া (হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ) এবং যাতায়াত খরচ (ট্রাভেল অ্যালাউন্স বা টিএ)। এ ছাড়া জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস (ন্যাশনাল পেনশন সিস্টেম) এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা সিজিএইচএসে (সেন্ট্রাল গভর্মেন্ট হেলথ স্কিম) টাকা রাখতে হয় তাঁদের। ফলে অষ্টম বেতন কমিশন জারি হলে হাতে পাওয়া বেতনের অঙ্ক কতটা বাড়বে, তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।

