- Home
- India News
- Ration Card: এক ধাক্কায় বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড, জেনে নিন তালিকায় কারা?
Ration Card: এক ধাক্কায় বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড, জেনে নিন তালিকায় কারা?
গুজরাটে ২০২০ সাল থেকে প্রায় ৬.৩৪ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। সরকারি সূত্রে দাবি, ডুপ্লিকেট নাম, অবৈধ উপভোক্তা, মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, কোনো বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি।

রেশন কার্ডের নিঃশব্দে বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড। গত পাঁচ বছর ধরে এই রেশন কার্ডের তালিকা সংশোধন নিয়ে জোর শোরগোল হয়েছে। অবশেষে বাতিল হল প্রায় ছয় লক্ষ রেশন কার্ড। জেনে নিন কে কে রয়েছেন এই তালিকায়। কাদের রেশন কার্ড বাতিল হল।
২০২০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৬.৩৪ লাখ রেশন কার্ড বাতিল হয়েছে। ২০২০ সালে তালিকা থেকে বাদ পড়েছে ৪৭,৯৩৬ জন উপভোক্তার নাম। ২০২১ সালে তালিকা থেকে বাদ পড়েছে ২,১৯,১৫১ জন উপভোক্তার নাম। ২০২২ সালে তালিকা থেকে বাদ পড়েছে ১,৩২,৩৬২ জন উপভোক্তার নাম।
২০২৩ সালে তালিকা থেকে বাদ পড়েছে ১,৩৫,৩৬২ জন উপভোক্তার নাম। ২০২৪ সালে তালিকা থেকে বাদ পড়েছে ৩০,৮৮৯ জন উপভোক্তার নাম। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই তালিকা থেকে বাদ পড়েছে ৬৯,১০২ জন উপভোক্তার নাম। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষ কার্ড বাতিল হয়েছে।
এই ঘটনা ঘটেছে গুজরাটে। সেখানে বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ডধারীর নাম। সরকারি সূত্রে দাবি, তালিকায় অনেকের নাম একাধিক বার ছিল। অনেক অবৈধ, অযোগ্য উপভোক্তার নাম ছিল। অনেকের কার্ডের ভুল তথ্য ছিল। এই সমস্ত নাম বাদ গিয়েছে।
এরই পাশাপাশি মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে। সরকারের দাবি, কোনও বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। যে সব নাম বাদ গিয়েছে তাদের কেউই প্রশাসনের দ্বারস্থ হয়নি।
