সংক্ষিপ্ত

জ্ঞানবাপী নিয়ে মামলা আদালতের বিচারাধীন। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই দাবি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বারাণসীর জ্ঞানবাপী নিয়ে বিতর্কের মধ্যেই এবার এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, জ্ঞানবাপী মসজিদ হিসেবে যে স্থানের কথা বলা হয়, তা আসলে বিশ্বনাথ মন্দির। কিন্তু এই মন্দিরকেই এখন মসজিদ বলা হয়। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক অনুষ্ঠানে যোগী বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে লোকজন জ্ঞানবাপীকে মসজিদ বলে। কিন্তু এটা আসলে বিশ্বনাথ মন্দির। আচার্য শঙ্কর যখন বিপুল জ্ঞান লাভ করার পর সাধনা করার জন্য কাশী আসেন, তখন স্বয়ং ভগবান বিশ্বনাথ ওঁর পরীক্ষা নিতে চান। ভোরবেলা ব্রাহ্মমুহূর্তে আদি শঙ্কর যখন গঙ্গাস্নান করতে যাচ্ছিলেন, সেই সময় একজন অতি সাধারণ মানুষের রূপ নিয়ে তাঁর সামনে এসে দাঁড়ান ভগবান বিশ্বনাথ। স্বাভাবিকভাবেই আদি শঙ্করের মুখ থেকে বেরিয়ে যায়, 'সরে যাও। আমার পথ থেকে সরে যাও।' তখন সাধারণ মানুষরূপী ভগবান বিশ্বনাথ বলেন, 'আপনি তো নিজেকে জ্ঞানী মনে করেন। আপনি কাকে সরিয়ে দিতে চান? সবার মধ্যেই ব্রহ্ম আছে। আমার মধ্যে যে ব্রহ্ম আছে, আপনার মধ্যেও সেই একই ব্রহ্ম আছে। আপনি ব্রহ্মকে সরিয়ে দিচ্ছেন। এর অর্থ আপনার জ্ঞান সত্য নয়।' তখন আদি শঙ্কর ভাবেন, একজন চণ্ডাল এ কথা বলছে! তিনি বলেন, 'আপনি কে? আমি জানতে চাই।' তখন ভগবান বিশ্বনাথ বলেন, ‘আপনি যে জ্ঞান ব্যাপীর সাধনা করছেন, আমিই সেই বিশ্বনাথ।’

জ্ঞানবাপী নিয়ে সরব যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে লোকজন আজ জ্ঞানবাপী মসজিদ বলে। কিন্তু জ্ঞানবাপী সাক্ষাৎ বিশ্বনাথ। জ্ঞানবাপীর আসল পরিচয় নিয়ে সংশয়ের কারণে শুধু সাধনাই বাধাপ্রাপ্ত হচ্ছে না, আমাদের জাতীয় ঐক্য ও অখণ্ডতার পক্ষেও এটা সবচেয়ে বড় বাধা। আমাদের সমাজ অতীতে এই বাধা চিহ্নিত করে দূর করতে পারলে আমাদের দেশ কোনওদিন বিদেশি শাসনাধীন হত না।'

 

 

জ্ঞানবাপীতে জরিপ হবে?

জ্ঞানবাপীতে ভারতীয় প্রত্নতত্ত্ব সংস্থার জরিপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে হিন্দু পক্ষ। বুধবার এই আর্জির পরিপ্রেক্ষিতে শুনানি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Gyanvapi Issue: জ্ঞানবাপী মামলায় বড় আবেদন হিন্দুপক্ষের, এবার আরও বড় সার্ভের দাবি

Video: জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দুদের পুজোর প্রথম ভিডিও ভাইরাল, মুসলিম পক্ষ আদালতের দ্বারস্থ

রাম জন্মভূমির মতই খনন হবে জ্ঞানবাপী মসজিদ? সুপ্রিম কোর্টে আবেদন হিন্দু পক্ষের