- Home
- India News
- অতিভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা, কেরলে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
অতিভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা, কেরলে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
Kerala Heavy Rain Alerts: একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। ভারতের দক্ষিণের এই রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বৃষ্টি বিপর্যস্ত কেরল
বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে জল থই থই অবস্থা কেরলের। একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি এতটাই খারাপ যে, বন্ধ রাখতে হয়েছে স্কুল-কলেজ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, তিরুবন্ততপুরম প্রশাসনের তরফে শুক্রবার কেরলের সমস্ত জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছে। ২৫ সেপ্টেমম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে একাধিক জেলা জলের তলায় চলে যাওয়ায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ফলে শুক্রবার তিরুবন্ততপুরমের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
মৌসম ভবনের সতর্ক বার্তা
আবহাওয়া দফতর মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যের মধ্য ও দক্ষিণ জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যারফলে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জলযন্ত্রণায় বিপর্যস্ত নাগরিক জীবন।
কেরলের একাধিক জেলায় রেকর্ড বৃষ্টি
মৌসম ভবন সূত্রে খবর, ত্রিশুরের লোয়ার শোলায়ারে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। প্রায় ৮০ মিমি। তারপরে পাঠানমথিত্তায় ৬৮ মিমি এবং আলাপ্পুঝার কারুমাদিতে ৫৫ মিমি। তিরুবনন্তপুরম শহরে ২৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।
লাক্ষাদ্বীপেও প্রচুর বৃষ্টি
শুক্রবার হাওয়া অফিসের তরফে ত্রিশুর থেকে দক্ষিণ তিরুবনন্তপুরম পর্যন্ত আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ওড়িশা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলের ফলে বৃষ্টিপাত হয়েছে, যা দুর্বল হয়ে পড়ে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি করে। যার প্রভাবে লাক্ষাদ্বীপেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
প্রশাসনের সতর্ক বার্তা
কেরল সরকার ও প্রশাসনের তরফে রাজ্যবাসীকে বৃষ্টির জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিনা প্রয়োজনে অযথা কাউকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
#WATCH |Thiruvananthapuram, Kerala | Waterlogging seen as heavy rains lash parts of the city pic.twitter.com/9KmOgs5hwg
— ANI (@ANI) September 26, 2025

