জম্মু কাশ্মীরের উধমপুর জেলার শিবগড় ধর এলাকায় ঘন জঙ্গলে ভেঙে পড়ে আর্মি কপ্টারটি। ডিআইজি উধমপুর রেইসি রেঞ্জ সুলেমান চৌধুরী জানান, কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই পুলিশের দল এলাকায় যায়।

ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Helicopter crash)। জম্মু কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায়। জম্মু কাশ্মীরের উধমপুর জেলার শিবগড় ধর (Shiv Garh Dhar) এলাকায় ঘন জঙ্গলে ভেঙে পড়ে আর্মি কপ্টারটি। ডিআইজি উধমপুর রেইসি রেঞ্জ সুলেমান চৌধুরী জানান, কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই পুলিশের দল এলাকায় যায়। 

Scroll to load tweet…

এখনও পর্যন্ত জানা যায়নি হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, নাকি অবতরণ করার সময় হার্ড ল্যান্ডিং হয়েছে। পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে পুলিশকে খবর দেন। ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টার পত্নীটপের কাছে হার্ড ল্যান্ডিং করে। দুই পাইলট গুরুতর জখম হন।