সংক্ষিপ্ত

আইআইএমসির পিজি ডিপ্লোমার মেধা তালিকা প্রকাশ। অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্রথম তালিকায় ৪০০-র অধিক পড়ুয়া। 

প্রকাশিত হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাসকমিউনিকেশনের ( আইআইএমসি) প্রথম পর্যায়ের মেধা তালিকা। যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা আইআইএমসির অফিসিয়াল ওয়েবসাইট iimc.gov.in -এ লগ ইন করে এই মেধা তালিকা  দেখতে পারবেন। প্রথম তালিকায় যাদের নাম রয়েছে তাদের ভর্তির জন্য প্রথম সেমিস্টার ফিস জমা দেওয়ার শেষ তারিখ ২৪সে সেপ্টেম্বর ২০২১।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে বার্তা শাহরুখের, কী বললেন 'কিং খান'

চলতি বছরে আইআইএমসির পিজি ডিপ্লোমা কোর্সে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫৩৪৫ যার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৪৫৯৯। প্রথম মেধা তালিকা অনুসারে ৪৬৪ জনের নাম রয়েছে। এই বছর কোনোরকম ইন্টারভিউ বা গ্ৰুপ ডিসকাশন না হওয়ায় সম্পূর্ণভাবে প্রবেশিকা পরীক্ষার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মেধা তালিকা। 

আরও পড়ুন- IPL 2021 - ঝড় তুলেছে তাঁর স্নানদৃশ্য, এই মারাঠা নায়িকাই ক্লিন বোল্ড করেছে ঋতুরাজকে, দেখুন ছবি

কোন কোন বিষয়ের মেরিট লিস্ট প্রকাশ করেছে আইআইএমসি?

১. বিজ্ঞাপন ও জনসংযোগ 
২. হিন্দি জার্নালিজম 
৩. রেডিও ও টিভি জার্নালিজম 
৪. ইংরেজি জার্নালিজম 
৫. মালায়ালম জার্নালিজম 
৬. ওড়িয়া জার্নালিজম 
৭. মারাঠী জার্নালিজম 
৮. ঊর্দু জার্নালিজম 

আরও পড়ুন- ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক হবে ভারত, বিশেষ রিপোর্ট

প্রসঙ্গত, যে সকল ছাত্রছাত্রীরা এখনও তাঁদের রেজাল্ট হাতে পায় নি তাঁদের ৩১ শে অক্টোবরের মধ্যে ইনস্টিটিউটে রেজাল্ট জমা দেওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে। দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে ২৭শে সেপ্টেম্বর ২০২১। 

আরও পড়ুন- Viral News: একেই বোধহয় বলে পোষ্য প্রেম, সারমেয়র জন্য মাত্র ২ঘণ্টায় খরচ লক্ষাধিক টাকা

আরও পড়ুন- Punjab CM: চরণজিৎ সিং চন্নিকে মুখ্যমন্ত্রী বেছে বিপাকে রাহুল, Me Too খোঁচা অমিত মালব্যর

আরও পড়ুন- সমস্যায় লালুর পুত্র-কন্যা, ৫ কোটিতে ভোটের টিকিট বিক্রির অভিযোগ, FIR দায়েরের নির্দেশ আদালতের