Bangladeshi immigrants: ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করছে ভারত সরকার। বিদেশ মুখপাত্র রনধীন জয়সওয়াল জানিয়েছেন, যাদের নাগরিকত্ব যাচাই হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানো হবে।
Bangladeshi immigrants: ভারতে বসবাসকারী বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দেশে ফেরাতে চায় সরকার। এবার এই প্রসঙ্গে কড়া হচ্ছে সরকার। জানা গিয়েছে, যারা নিয়ম না মেনে ভারতে আছেন তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এই নিয়ে বিদেশ মুখপাত্র রনধীন জয়সওয়াল জানিয়েছেন, ভারতে যাঁরা অবৈধভাবে রয়েছেন, তাঁদের দেশে ফেরানো হবে। তিনি বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক যাঁরা ভারতে রয়েছেন, তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের কথা বাংলাদেশকেও বলা হয়েছে। ২ হাজার ৩৬০-র থেকেও বেশি নাগরিককে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে। এদের মধ্যে কেউ কেউ জেল খেটেছেন। কারও আবার নাগরিত্ব যাচাইয়ের প্রক্রিয়া ২০২০ সাল থেকে স্থগিত রয়েছে।
এদিকে গত মাসে দিল্লি পুলিশ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। এই ৬ বাংলাদেশী মানবপাচারের সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে এদেশে এসে পাচার করত। কোনও বৈধ নথি ছাড়াই এদেশে বাস করছিল। এপ্রিল মাসে গুজরাত থেকে একদিনে এক হাজার বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। আমেদাবাদ পুলিশ গ্রেফতার করে ৮৯০ জনকে। সুরাত পুলিশ গ্রেফতার করে ১৩৪ জন অবৈধ অনুপ্রবেশকারী।
এবার শোনা যাচ্ছে, এবার ফেরত পাঠানো হবে বহু বাংলাদেশিকে। নিয়ম না মানলে আর তাদের থাকতে দেওয়া হবে না। জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত তিবিন্ত করুক, যাতে তাঁদের ফেকত পাঠানো যায়।
তিনি আরও বলেন, ভারতে যাঁরা অবৈধবাবে বসবাস করছেন, তাঁরা যে দেশের নাগরিকই হোন , স্থানীয় আউন ও রীতি অনুসারে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহুজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষা রয়েছেন। তিনি বলেন, এদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে বলা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেকে পাঠানো হচ্ছে। এঁদের মধ্যে আছে রোহিঙ্গা। ভারতের এই আচরণের নিন্দা করে ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলা দেশ সরকার। ভারতকে এটা বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। তবে, রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে।
এখন দেখার এই সমস্যা কোথায় নিষ্পত্তি হয়। তবে, নিয়ম না মেনে যারা ভারতে আছে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

