India Pakistan Conflict LIVE: পাল্টা জবাব দিচ্ছে ভারত। ভারতীয় হানায় বিধ্বস্ত লাহোর। 

India Pakistan Conflict LIVE: দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ইতিমধ্যেই এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান। আর তারপরেই পাল্টা হামলা চালিয়েছে ভারত। ইতিমধ্যেই অ্যাকশনে নেমেছে INS Vikrant। করাচি বন্দরকে কার্যত, গুঁড়িয়ে দিল INS Vikrant। ভারতের হামলায় বিধ্বস্ত ইসলামাবাদ এবং লাহোর। রীতিমতো জ্বলছে পেশোয়ার। লাহোরে জোরালো ড্রোন হামলা হয়েছে।

Scroll to load tweet…

পুরো পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট চলছে। করাচি বন্দরে পরপর মোট ১২টি বিস্ফোরণ হয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে কার্যত, পালিয়ে গেলেন আসিম মুনির। তাঁকে রাষ্ট্রদ্রোহিতার কারণে, গ্রেফতার করা হল।

এদিকে নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হল দেশের ২৪টি বিমানবন্দর। সেই তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমেঢ়, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ। পুরোপুরি অ্যাকশনে নেমে গেছে ভারতীয় স্থল, জল এবং বায়ুসেনা। 

Scroll to load tweet…

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাসভবন ছেড়ে দিলেন। তাঁর বাড়ির সামনে ইসলামাবাদের বড়সড় বিস্ফোরণ। এদিকে আবার বালুচিস্তানের যোদ্ধারা পাকিস্তানি সেনার উপর আক্রমণ করা হয়েছে। অন্যদিকে, একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে মাটিতে। সেইসঙ্গে, পাক বায়ুসেনার এফ-১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ইতিমধ্যেই এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান।

এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজস্থানে পাক বায়ুসেনার যুদ্ধবিমান নিয়ে ঢুকে পড়ে এক পাইলট। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধবিমান। তাই বিমান থেকে নেমে পড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল সেই পাকিস্তানি পাইলট। তারপরেই তাঁকে আটক করেছে সেনা। এখনও অবশ্য পাক পাইলটের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি সেনার তরফ থেকে।

পাকিস্তানের ৫টি শহরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ নষ্ট করে দিল ভারত। আর ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মোট ৬০টি আক্রমণ ঠেকিয়েছে। INS Vikrant কার্যত করাচি বন্দরকে ধ্বংস করে দিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।