India Pakistan Relation: সীমান্তে চলছে সংঘর্ষবিরতি। তবে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকেই ভারত-পাক কূটনৈতিক উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে।  

India Pakistan Relation: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই পাক আধিকারিককে (india pakistan wars)। 

বিদেশমন্ত্রক ঠিক কী জানিয়েছে? 

পাকিস্তান হাইকমিশনের ওই কর্তা ভারতে থেকে তাঁর সরকারি মর্যাদার সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ নয়’ এমন একাধিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। দিল্লীর পাক শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) তলব করে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা তথা কূটনৈতিক পরিভাষায় ডিমার্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন অভিযোগে সেই পাক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়ে নির্দিষ্টভাবে অবশ্য কিছু জানায়নি বিদেশ মন্ত্রক (india pakistan latest news)।

তবে সরকারের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, সম্প্রতি পাঞ্জাব পুলিশ দিল্লীর পাক দূতাবাসের এক আধিকারিককে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এক মহিলা সহ দুইজনকে গ্রেফতার করেছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই পাক হাইকমিশনের ওই কর্তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে নয়াদিল্লী (india pakistan)। 

সেই নির্দেশে পাক হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছিল। ভারতের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, এই সামরিক উপদেষ্টাদের প্রত্যেককে আগামী ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে (latest news india)। 

সেইসঙ্গে, পাকিস্তানের ভারতীয় হাইকমিশনে আধিকারিক এবং কর্মীসংখ্যাকে কমিয়ে অর্ধেক করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আরেক পাক আধিকারিককে। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগ উঠেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।