- Home
- India News
- অপারেশন সিদুঁরের সাফল্যের ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে, দেখুন ভারত কীভাবে তছনছ করেছে পাকিস্তানকে
অপারেশন সিদুঁরের সাফল্যের ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে, দেখুন ভারত কীভাবে তছনছ করেছে পাকিস্তানকে
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা নিতে ভারত জবাব ছিল অপারেশন সিঁদুর। যার কারণে ধ্বংস হয়েছে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বায়ু সেনার ঘাঁটিও।

অপারেশন সিঁদুর
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা নিতে ভারত জবাব ছিল অপারেশন সিঁদুর। যার কারণে ধ্বংস হয়েছে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বায়ু সেনার ঘাঁটিও।
ভারতের টার্গেট
অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তান আর পাক-অধিকৃত কাশ্মীরেক ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। পাশাপাশি তছনছ করে দিয়েছে পাকিস্তানের নূর খান-এর মত গুরুত্বপূর্ণ এয়ারবেস।
পাকিস্তান বায়ুসেনার ঘাঁটি
ভারতের লক্ষ্য ছিল পঞ্জাব প্রদেশ ও বাহাওয়ালপূরের পর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যেখানে মোতায়েন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন।
ভারতের সাফল্যের ছবি
ভারতীয় মহাকাশ সংস্থা KAWASPACE এবং চীনা উপগ্রহ সংস্থার ছবিগুলি ভারতের অপারেশন সিন্দুর প্রতিশোধমূলক পদক্ষেপের পরিমাণ নিশ্চিত করতে সাহায্য করে।
নূর খান
এটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিগুলির একটি। এটি পঞ্জাব প্রদেশে অবস্থিত। এখানে সি-১৩০ হারকিউলিস এবং আইএসআর সমরযান রয়েছে।
শাহবাজ-জাকোবাবাদ
সিন্ধুপ্রদেশের উত্তরাঞ্চলে জ্যাকোবাবাদ শহরে শাহবাদ বিমান ঘাঁটি রয়েছে। এখানেও হামলা চালায় ভারত। তেমনই দাবি করেছে স্যাটেলাইট চিত্র। কার্গিল যুদ্ধের সময় এই বিমানঘাঁটি পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
মুসাফ-সারগোধা
পাকিস্তানের মুসাফ সারগোধা এয়ারবেসের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হামলয়। এটি রয়েছে পঞ্জাব প্রদেশে।
বোলারি এয়ারবেস
ভারতীয় হামলায় পাকিস্তানের বোলারি এয়ারবেস রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে। যার তছনছ করে দিয়েছে ভারতীয় বায়ু সেনা।
ভারতের কড়া জবাব্
অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানকে রীতিমত কড়া জবাব দিয়েছে। স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের প্রাণকেন্দ্রের পৌঁছানো ভারতের কাছে তেমন কঠিন নয়। এটি শুধু সময়ের অপেক্ষ।
ভারতের হাতিয়ার
ভারতীয় বিমান বাহিনী, SCALP ক্ষেপণাস্ত্র এবং হ্যামার বোমায় সুসজ্জিত রাফাল জেট ব্যবহার করে মাত্র ২৩ মিনিটেই পকগিস্তানকে উচিৎ শিক্ষা দিয়েছে।
পাকিস্তানি ড্রোন প্রতিহত করেছে
পাশাপাশি ভারত দেশীয় ভূখণ্ড নিরাপদে রাখতে পেরেছে পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করে।
জঙ্গি নিকেশ
ভারতের দাবি এখনও পর্যন্ত এই ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের মাটিতে ঢুকে প্রায় ১০০ জঙ্গি নিকেশ করেছে। পাকিস্তানের সাধারণ মানুষের কোনও ক্ষতি না করেই এই সাফল্য পেয়েছে।

