সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরে একাধিক সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে। তবে এবার নিরপেক্ষ দেশে একসঙ্গে কাজ করছে ভারত ও চিনের সেনাবাহিনী।

সিকিমের ডোকলাম, পূর্ব লাদাখের গালোয়ান সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে ‘দড়ি টানাটানি’ গত কয়েক বছর ধরে অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। এবার আফ্রিকার সুদানেও ভারত ও চিনের সেনাবাহিনীর 'দড়ি টানাটানি' দেখা গেল। তবে সেটা খেলার ছলে। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর অঙ্গ হিসেবে সুদানে গিয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। সেখানেই দু'পক্ষের মধ্যে 'টাগ অফ ওয়ার' শুরু হয়ে যায়। এই খেলায় চিনের সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। এই খেলার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল। চিনা সেনাবাহিনীর বিরুদ্ধে এই খেলায় ভারতীয় সেনার জয় দেখে দেশবাসী উচ্ছ্বসিত হয়ে উঠেছে।

শারীরিক শক্তিতে চিনকে টেক্কা ভারতের

সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় খেলা ‘দড়ি টানাটানি’ বা 'টাগ অফ ওয়ার'। প্রতিটি দলের খেলোয়াড়রা একটি দড়ি ধরে টেনে বিপক্ষের খেলোয়াড়দের নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করেন। দু'পক্ষের খেলোয়াড়দের মাঝখানে একটি দাগ টানা থাকে। কোনও দলের খেলোয়াড়রা সেই দাগ পেরিয়ে গেলেই বিপক্ষ দল জয় পায়। ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে যে দড়ি টানাটানি হয়েছে, সেই খেলায় ভারতীয় জওয়ানদের শারীরিক শক্তির পরিচয় পাওয়া গিয়েছে। চিনের সেনাবাহিনী নিজেদের দিকে দড়ি টানার অনেক চেষ্টা করে। কিন্তু ভারতের জওয়ানরা বিপক্ষকে টেক্কা দেন। চিনা সেনার দলে সবার আগে যে জওয়ান ছিলেন তিনি দাগ পেরিয়ে যেতেই জয় পায় ভারত। উল্লাসে লাফাতে শুরু করে দেন ভারতীয় জওয়ানর।

 

 

সুদানে শান্তিরক্ষার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জ

২০০৫ সাল থেকে সুদানে শান্তিরক্ষার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। বিভিন্ন দেশের সেনা জওয়ানদের নিয়ে রাষ্ট্রপুঞ্জের বাহিনী গঠন করা হয়। ভারতীয় সেনা জওয়ানরাও রাষ্ট্রপুঞ্জের এই বাহিনীর অঙ্গ। তাঁরা আফ্রিকার এই দেশে শান্তিরক্ষার চেষ্টা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিনের মুখে কালি লেপে ঝামা ঘষে দিলেন মোদী, অরুণাচল প্রদেশ নিয়ে ফের মুখ খুলতে ভয় পাবে চিন

Sonam Wangchuk: 'গত ৫ বছরে ভারতের অনেক জমি দখল করে নিয়েছে চিন,' দাবি সোনম ওয়াংচুকের

চিন-পাকিস্তানকে ঠুকে কড়া বার্তা, সিঙ্গাপুরে মোদী সরকারের নীতি স্পষ্ট করলেন জয়শঙ্কর