- Home
- India News
- RailOne App News: এক ক্লিকেই মিলবে বুকিং হিস্ট্রি থেকে ট্রেনের কারেন্ট স্ট্যাটাস, নতুন অ্যাপ চালু রেলের
RailOne App News: এক ক্লিকেই মিলবে বুকিং হিস্ট্রি থেকে ট্রেনের কারেন্ট স্ট্যাটাস, নতুন অ্যাপ চালু রেলের
Indian Railway: প্রয়োজনে-অপ্রয়োজনে রেলই ভরসা। গন্তব্যে হোক কিংবা ঘুরতে যেতে ট্রেনে চাপেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। যাত্রী সুবিধার্থে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

যাত্রী সুবিধায় অভিনব উদ্যোগ রেলের
সারা দেশজুড়ে যাত্রীদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের। এবার থেকে যাত্রীরা ট্রেনে ভ্রমণকালে সহজেই পাবেন যেকোনও সমস্যার মুশকিল আসান।
নতুন অ্যাপ রেলের
দেশজুড়ে প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনে চড়েন। বিশাল সংখ্যক এই যাত্রীদের অনেক সময়ই ট্রেনে ভ্রমণকালে নানারকম সমস্যায় পড়তে হয়। সেই সব সমস্যার দ্রুত সমাধানে এবার নতুন অ্যাপ চালু করল ইন্ডিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ান অ্যাপ
রেল সূত্রে খবর, এই অ্যাপের মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করতে পারবেন যাত্রীরা। শুধু তাই এবার থেকে রেল সংক্রান্ত যাবতীয় খবর মিলবে এই একটি অ্যাপ্লিকেশনেই।
ট্রেনে ভ্রমণ আরও সহজ
দেশজুড়ে লক্ষ লক্ষ যাত্রীদের ট্রেনে ভ্রমণ আরও সহজ করে তুলতে CRIS দ্বারা তৈরি এই অ্যাপটি ট্রেন সংক্রান্ত সমস্ত পরিষেবার আপডেট একটিমাত্র সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মেই মিলবে।
কী কী সুবিধা মিলবে?
Rail One App-এর মাধ্যমে এবার থেকে যাত্রীরা সংরক্ষিত, অসংরক্ষিত টিকিট বুক। এছাড়াও প্ল্যান মাই জার্নি টুল ব্যবহার করে ট্রেনে ভ্রমণের পরিকল্পনাও করতে পারবেন।
মাই বুকিং
এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের পাশাপাশি ট্রেনের সময় দেখা, বুকিং হিস্ট্রি চেক করা যাবে। এছড়াও মিলবে আপনার প্রোফাইল পরিকল্পনা, ইমেল যাচাই, পাসওয়ার্ড পরিবর্তন করুন, বায়োমেট্রিক সক্ষম করুন। এবং ওয়ালেট ফান্ডও যোগ করতে পারবেন।
লাইভ ট্রেন ট্র্যাকিং
এই অ্যাপের মাধ্যমে ট্রেনের লাইভ লোকেশন, ট্রেনের স্ট্যাটাস, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন প্রত্যাশিত টাইম বা লেট হওয়া নিয়েও রিয়েল আপডেট পাবেন যাত্রীরা। বোর্ডিং সহজ হওয়ার জন্য প্ল্যাটফর্মে কোচের অবস্থান জানতে পারবেন।
এক ক্লিকে জানানো যাবে অভিযোগ
এই অ্যাপ ব্যবহার করে ভারতীয় রেলে সরাসরি অভিযোগ জানানো যাবে। রেজোলিউশন স্ট্যাটাস ট্রাক করা যাবে। মিস করা বা বাতিল ট্রেনের জন্য সহজেই পেয়ে যাবেন রিফান্ড।

