Indian Railway: ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ার ছাড়ের নীতিতে পরিবর্তন এনেছে। ৭০ বছর বা তার বেশি বয়সীরা এখন ৪০% ছাড় পাবেন, শুধুমাত্র স্লিপার ও সাধারণ শ্রেণিতে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে।

Indian Railway: ফের চমক দিল ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ার ছাড়ের নীতিতে পরিবর্তন এনেছে। এখন আর আগের মতো মিলবে না ছাড়। সদ্য প্রকাশ্যে এল এমন নিয়ম। যা নিয়ে সমালোচনা হচ্ছে সর্বত্র। এত দিনের নিয়মে আসছে বদল।

সদ্য ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন ভাড়ায় ছাড়ের নীতি নিয়ে পুনর্বিবেচনা করা হয়েছে। ৬০ বছরে পা দিলেই মিলত সুবিধা। আগে পুরুষ ও প্রবীণ মহিলা নাগরিকদের জন্য ছাড় দেওয়া হত। তবে, বর্তমানে এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য প্রযোজ্য। আর সকলে পাবেন না এই সুবিধা। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর।

নতুন নীতি অনুসারে, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেন ভাড়ায় (Train Ticket) ছাড় পেতে চলেছেন। আগে পুরুষদের জন্য ৬০ বছর এবং মহিলাদের জন্য ৫৮ বছর বয়স হলেই ছাড়ের সুযোগ ছিল। পেতেন বিশেষ সুবিধা। এই নিয়মে আসছে বদল। এই পরিবর্তনের ফলে অনেক প্রবীণ নাগরিক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

এই নিয়ম অনুসারে, ৭০ বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলা উভয়ই ট্রেন ভাড়ায় ৪০ শতাংশ ছাড় পাবেন। এই ছাড় শুধুমাত্র স্লিপার ও সাধারণ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু, এসি শ্রেণির টিকিটের জন্য এই ছাড় প্রযোজ্য নয়। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর। 

ভারতীয় রেলওয়ে মতে, প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের পরিমাণ বছরে প্রায় ২০০০ কোটি টাকা। এই ব্যয় হ্রাস করে রেলওয়ে (Indian Railway) অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে চায়। 

তবে, এই সিদ্ধান্তে বিরুদ্ধে বিভিন্ন প্রবীণ নাগরিক সংগঠন ও সামাজিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এই ছাড় প্রবীণ নাগরিকদের জন্য একটি মৌলিক সুবিধ ছিল, তা তাদের আর্থিক সুরক্ষা প্রদান করত। সরকারের এই সিদ্ধান্ত প্রবীণ নাগরিকদের প্রতি অবিচার।

সরকার ভবিষ্যতে এই নীতির পুনর্বিবেচনা করতে পারে। তবে বর্তমানে, শুধুমাত্র ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণরা (Senior Citizen) এই ট্রেন ভাড়ায় ছাড় পাবে। এবার থেকে ৭০ বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলা উভয়ই ট্রেন ভাড়ায় ৪০ শতাংশ ছাড় পাবেন। ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ার ছাড়ের নীতিতে পরিবর্তন এল। এবার থেকে বিরাট বদল আসছে। এবার আর সকলে পাবেন না সুবিধাষ