Asianet News Bangla

প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত, আরও দুই ক্রীড়াবিদ যোগ দিলেন বিজেপিতে

 

  • হরিয়ানা নির্বাচনের আগে বিজেপিতে আরও দুই ক্রীড়াবিদ
  • পদ্মশিবির যোগ দিলেন যোগেশ্বর দত্ত ও সন্দীপ সিং
  • প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে, বলছেন দুই তারকা
  • হরিয়ানায় নির্বাচনী লড়াইতে দেখা যেতে পারে যোগেশ্বর ও সন্দীপকে
Influenced by Modi two more sports persons joins Bjp ahead of Haryana election
Author
Kolkata, First Published Sep 26, 2019, 6:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাঁদের অনুপ্রেরণা, তাই পদ্ম শিবিরে নাম লেখালেন ভারতীয় ক্রীড়া জগতের দুই বড় নাম। অলিম্পিকে পদক জয়ী যোগেশ্বর দত্ত  ও ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বৃহস্পতিবার দিল্লির সদর দপ্তরে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। দুই তারকার দলে যোগদানের সময় উপস্থিত ছিলেন হরিয়ানা বিজেপির প্রধান সুভাষ বারালা। 

আরও পড়ুন - মিনি ডার্বিতে মহমেডানকে হারাল ইস্টবেঙ্গল, লিগ শীর্ষে আলেহান্দ্রোর দল

বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে যোগেশ্বর ও সন্দীপ দুজনেই জানান তাঁরা প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাঁরা মানুষের জন্য কাজ করতে চান। তাই পদ্মশিবের নাম লিখিয়েছেন। সন্দীপ প্রধানমন্ত্রী মোদী ছাড়াও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের প্রশংসা করেন। হরিয়ানা নির্বাচনের আগে দেশের কাছে পরিচিত দুই মুখ দলে যোগ দেওয়ায় বেশ কিছুটা শক্তি বাড়লি বিজেপির, এমনটাই মনে করছে রাজনৌতিক মহল। আর শুধু দলে যোগ দেওয়াই নয় আসন্ন নির্বাচনে দুজনকেই ভোটের ময়দানে নামাতে চায় বিজেপি। সুত্রের খবর সোনিপথ থেকে নির্বাচনে লড়াই করতে পারেন অলিম্পিকে পদক জয়ী যোগেশ্বর। আগামী অক্টোবর মাসেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। 

আরও পড়ুন - মোদীর পরেই স্থান ধোনির, তাই বলছে সমীক্ষার রিপোর্ট

২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন যোগেশ্বর। ২০১৪ কমনওয়েলথ গেমসে জিতেছিলেন সোনাও জিতেছিলেন যোগেশ্বর। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ই হরিয়ানার রাজ্য বিজেপি যোগেশ্বরকে টিকিট দেওয়ার কথা বলেছিল, কিন্তু তখন কেন্দ্রীয় নেতৃত্ব সায় দেয়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে গ্রিন সিগন্যাল দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে সন্দীপ সিংকেও নামানো হতে পারে বিধানসভা নির্বাচনে। তবে কোন কেন্দ্র থেকে ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ককে টিকিট দেওয়া হবে সেটা এখনও চুড়ান্ত হয়নি বলেই খবর। 

আরও পড়ুন - এবার বিশ্ব ক্রিকেট সোশ্যাল মিডিয়ায়, আইসিসির সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক

Follow Us:
Download App:
  • android
  • ios