- Home
- India News
- খারাপ খবর! ২০২৬ নয় ২০২৭-র জানুয়ারিতে বাস্তবায়িত হবে অষ্টম পে কমিশন? প্রকাশ্যে নয়া তথ্য
খারাপ খবর! ২০২৬ নয় ২০২৭-র জানুয়ারিতে বাস্তবায়িত হবে অষ্টম পে কমিশন? প্রকাশ্যে নয়া তথ্য
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন ২০২৬ সালে কার্যকর হবে। বেতন কবে বাড়বে এবং কত বাড়বে সে বিষয়ে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ একটি রিপোর্ট প্রকাশ করেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। চলতি বছরের শুরুতে ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের। সে সময় জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে বাড়বে বেতন ও পেনশন।
প্রতি দশ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন। এর দ্বারা সরকারি কর্মী ও পেনশন ভোগদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। এবার ১০ বছর পর ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পালা। এর দ্বারা উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা। সদ্য এই বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর।
এবার কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ অষ্টম বেতন কমিশনের ওপর তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট বলা হয়েছে, ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ সালের প্রথম দিকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন করতে পারে। তবে, এখনও পর্যন্ত সরকার অষ্টম বেতন কমিশন কখন কার্যকর হবে সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি।
এদিকে আবার জানা যাচ্ছে, বেতন বাড়বে নির্দিষ্ট শর্তাবলীর ওপর নির্ভর করে। যা নিয়ে সরকারের সঙ্গে হবে আলোচনা। তবে এটুকু নিশ্চিত যে বাড়বে বেতন। কারণ এই বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি-র স্টাফ সাইড কর্তৃক প্রস্তাবিত খসড়ায় এমনই উল্লেখ আছে।
এদিকে আবার প্রাথমিক অনুমান বলছে, অষ্টম বেতন কমিশন ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করতে পারে। যার ফলে মূল বেতন ৩০ থেকে ৩৪ শতাংশ বাড়বে। তবে, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি। তবে, সর্বত্র এমনই খবর যে ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে।
সব মিলিয়ে বিভিন্ন সূত্র থেকে মিলছে বিভিন্ন খবর। তব, কোনও বিষয়ই নিশ্চিত করেনি সরকার। এটুকু নিশ্চিত যে শীঘ্রই গঠিত হবে অষ্টম বেতন কমিশন। তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। কিন্তু, সেই টাকা ঠিক কবে সরকারি কর্মীরা পাবেন তা নিশ্চিত বলা যাচ্ছে না।

