সংক্ষিপ্ত
মঙ্গলবারই টুইট করে বিদেশমন্ত্রী জানান, 'ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা সবসময়ই আনন্দের।' পাশাপাশি আসন্ন G20 অধিবেশনে ভারতের লক্ষ্য নিয়েও জানিয়েছেন ডঃ এস জয়শঙ্কর।
৭৭ তম অধিবেশনের সভাপতি সাবা কোরোসির সঙ্গে দেখা করতে পেরে অভিভূত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভারতের মেয়াদ এবং G20 সভাপতিত্বের সময় দেশের লক্ষ্য নিয়েও এই অধিবেশনে আলোচনা করেন তিনি। এই প্রসঙ্গে মঙ্গলবারই টুইট করে বিদেশমন্ত্রী জানান, 'ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা সবসময়ই আনন্দের।' পাশাপাশি আসন্ন G20 অধিবেশনে ভারতের লক্ষ্য নিয়েও জানিয়েছেন ডঃ এস জয়শঙ্কর। এছাড়া ভারতের G20 প্রেসিডেন্সি এবং নিরাপত্তা পরিষদের চলমান মাসিক প্রেসিডেন্সি, জাতিসংঘের সংস্কার এবং জলের বিষয়ে সর্বোচ্চ সমন্বয় নিয়ে আলোচনা করেছেন বিদেশ মন্ত্রী। এছাড়া জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজির সঙ্গে আলাপচারিতাতেও মুগ্ধ তিনি।
G4 সদস্য হিসেবে, ভারত ও জাপান সংস্কারকৃত বহুপাক্ষিকতাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করে। IGN প্রক্রিয়াকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি টুইটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে আন্তঃসরকারি আলোচনার কথা উল্লেখ করেছেন। মঙ্গলবার এই মর্মে দুটি ইভেন্টেও যোগদান করেছিলেন জয়শঙ্কর। এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসাবে দেশটির দুই বছরের মেয়াদ ঘোষণার আগে ভারতের বর্তমান সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস দমন এবং সংস্কারকৃত বহুপাক্ষিকতা সংক্রান্ত দুটি ইভেন্ট আয়োজিত হয়।
জাতিসংঘের রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজে টুইট করেছেন,'ভারতের চলমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ UNSC প্রেসিডেন্সির সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে পেয়ে অত্যন্ত আনন্দিত।' দ্বিপাক্ষিক এবং উল্লেখযোগ্য পার্শ্ব ইভেন্টগুলির পাশাপাশি তিনি জাতিসংঘে ভারতের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন রুচিরা কাম্বোজে। ১৪ ডিসেম্বর প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি।
আরও পড়ুন -
উত্তপ্ত ভারত-চিন সিমান্ত, দুই দেশের কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়ে দিল আমেরিকা
'এখন পাপ্পু কে?', দেশের অর্থনীতি নিয়ে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারকে কটাক্ষ মহুয়া মৈত্রর