সংক্ষিপ্ত
Joymalya Bagchi: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জয়মাল্য বাগচী (Jaymalya Bagchi)। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর তিনি প্রথমেই আরজি কর মামলা (RG Kar Case) শুনতে পারেন।
Joymalya Bagchi: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi)। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর তিনি প্রথমেই আরজি কর মামলা (RG Kar Case) শুনতে পারেন। তেমনই খবর শীর্ষ আদালত সূত্রে। সুপ্রিম কোর্টে প্রায় দেড়মাস পরে উঠছে আরজি কর মামলা। সোমবার বেলা ১১টা নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার কথা হয়েছে। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে জয়মাল্য বাগচীর সঙ্গে বসতে পারেন বিচারকের আসনে।
১০ মার্চ কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ মার্চ বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করেছিল। তারপরই পদক্ষেপ করে আইন মন্ত্রক। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইনমন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন বিচারপতি জয়মাল্য বাগচীকে। সেইমত সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসেবেই শপথ নেবেন তিনি। জয়মাল্য বাগচী আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। কারণ তাঁর কার্যকাল প্রায় ৬ বছর। ২০৩১ সালের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা বিচারপতি কেভি বিশ্বনাথনের। তার পরেই দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচী। তবে তাঁর অবসর মেয়াদ নেওয়ার সময়সীমা হল ২০৩১ সালের অক্টোবর মাস। যদিও জয়মাল্য বাগচী বিচারপতি হন তাহলে তাঁর কার্যকাল হবে খুব অল্প সময়ের।
সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। ওই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন বিচারপতি বাগচী। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে চলছে আরজি কর মামলা। সেখানে সোমবারের শুনানি তালিকার ৩ নম্বরে রয়েছে ওই মামলাটি। এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে। ফাঁকা রয়েছে আর এক জন বিচারপতির নাম। সম্ভবত শপথগ্রহণের পরই সেখানে তৃতীয় বিচারপতি হিসেবে থাকতে পারেন জয়মাল্য বাগচী।
আরজি কর মামলা আগেই কলকাতা হাইকোর্টে শুনেছিলেন জয়মাল্য বাগচী। কলকাতা হাইকোর্টে থাকার সময় আরজি করের আর্থিক দুর্নীতি মামলা তিনি শুনেছিলেন। তাঁরই এসলাজে সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে এসেছিল।