Jyoti Malhotra Youtuber: কার্যত, একের পর এক বিস্ফোরক তথ্য। পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতেও গেছিলেন জ্যোতি মালহোত্রা।
Jyoti Malhotra Youtuber: পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রার ঘনিষ্ঠতা নিয়েই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। নয়াদিল্লীতে ওই পাক আধিকারিকের সঙ্গে ঠিক কীভাবে যোগাযোগ হয়েছিল জ্যোতির এবং তাঁকে কোনও গোপন তথ্য পাচার করেছিলেন কি না, সেইসব বিষয়েই এই মুহূর্তে অনুসন্ধান চলছে।
তদন্তকারীদের নজরে রয়েছে, ইউটিউবে জ্যোতির পোস্ট করা বেশ কিছু পুরনো ভিডিও
সূত্র মারফৎ জানা গেছে, দানিশের সঙ্গে জ্যোতির ‘ঘনিষ্ঠতার প্রমাণ’ রয়েছে একটি ভিডিওতে। গত বছর নয়াদিল্লীতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের আয়োজন করা ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। এবার সেই পার্টির একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে পাক হাই কমিশনের তরফ থেকে ‘বিশেষ আমন্ত্রণ’ পাওয়ার কথা জানিয়েছিলেন জ্যোতি নিজেই।
এখন তদন্তকারীদের নজরে রয়েছে সেই বিশেষ ভিডিওটি। সূত্র বলছে, ওই ভিডিওতে দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা একেবারেই চোখ এড়িয়ে যায়নি তদন্তকারীদের। ঐ ভিডিওটি দেখে তারা মনে করছেন যে, ওই পার্টির আগেই দানিশের সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ তৈরি হয়েছিল জ্যোতির।
ইতিমধ্যেই গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে চলতি সপ্তাহেই দানিশকে ভারতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দিয়েছে ভারত সরকার
অভিযোগ উঠছে, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল জ্যোতির। তদন্তকারীদের সূত্র বলছে, জ্যোতি প্রথমবার পাকিস্তান যান গত ২০২৩ সালে। ঠিক ঐ সময়, নয়াদিল্লীতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে তাঁর পরিচয় হয়।
জ্যোতির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নয়াদিল্লীতে পাক হাই কমিশনে তাঁকে স্বাগত জানাচ্ছেন দানিশ নিজেই। তারপর ঠিক যেখানে পার্টি চলছে, ঠিক সেখানে প্রবেশ করেন জ্যোতি। ঐ ভিডিওতেই দেখা যাচ্ছে, তাঁকে অন্য অতিথিদের সঙ্গে ইউটিউবার বলে পরিচয় করিয়ে দেন সেই দানিশ।
আপাতত দুজনের সেই কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, শনিবারই গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রাকে। পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আপাতত পাঁচ দিনের হেফাজতে পাঠানো হয়েছে জ্যোতিকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

