সংক্ষিপ্ত

৬ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। ধৃতদের নাম, মহম্মদ কাসিফ, সৈয়দ নাদিম, আফসিউন্না খান, রেহান শরিফ, আব্দুল আফনান ও নিহান। এরা প্রত্যেকেই ২০ থেকে ২২ বছর বয়সি যুবক। ওই যুবকদের প্রত্যেকের বিরুদ্ধে অতীতেত নান অপরাধমূলক কাজে অভিযোগ আছে বলে জানান, কর্নাটক পুলিশের এডিজি সি প্রতাপ রেড্ডি (Pratap Reddy)।

বেশ কিছুদিন ধরে খবরে কর্নাটকে বজরং দলের যুবনেতা খুনের ঘটনা। এবার সেই খুনের ঘটনায় মিলল নয়া মোড়। ঘটনায় ৬ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। ধৃতদের নাম, মহম্মদ কাসিফ, সৈয়দ নাদিম, আফসিউন্না খান, রেহান শরিফ, আব্দুল আফনান ও নিহান। এরা প্রত্যেকেই ২০ থেকে ২২ বছর বয়সি যুবক। ওই যুবকদের প্রত্যেকের বিরুদ্ধে অতীতেত নান অপরাধমূলক কাজে অভিযোগ আছে বলে জানান, কর্নাটক পুলিশের এডিজি সি প্রতাপ রেড্ডি (Pratap Reddy)। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে তিনজন প্রত্যক্ষভাবে বজরং যুব নেতা হর্ষকের খুনের ঘটনায় জড়িত। জেলা পুলিশ সুপার লক্ষণ প্রসাদ জানান, প্রাথমিক ভাবে খুনের সঙ্গে জড়িত সন্দেহে মোট ১২ জনকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে নটা নাগান খুন করা হয় হর্ষকে। কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘরে ধরে এলোপাথারি ছুরি মারে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনার পর সিগেহাট্টি এলাকায় উত্তেজনা ছড়ায়। গাড়িতে আগুব লাগিয়ে দে। নিহতের দেহ নিয়ে মিছিল হয়। এই অশান্তি বন্ধ করতে কার্ফু জারি করা হয় সেই অঞ্চলে। এবার অশান্তি ঠেকাতে শুক্রবার পর্যন্ত কার্ফুর মেয়াদ বাড়ানো হল বলে খবর। 

তবে, এখনও শিবমোগায় বজরং দলের যুবনেতার খুনের ঘটনায় কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। চলছে তদন্ত। এদিকে এই খুনের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) তথা কর্নাটকের নেতা বিএল সন্তোষ। তিনি বলেন, মৌলবাদী জিহাদিরা খুন করেছে হর্ষকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে এস এশ্বরাপ্পাও ঘটনায় একটি বিশেষ ধর্মীয় সংগঠনকে দোষারোপ করেন। এদিকে বেশকিছুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা ঘিরে বিতর্ক (Controversy) চলছে। তারই মাঝে এই খুনের ঘটনা আরও উত্তেজনা ছড়িয়েছে। যদিও অনেকের দাবি,  শিবমোগায় বজরং দলের যুবনেতার খুনের ঘটনার সঙ্গে কোনও যোগ সূত্র নেই হিজাব বিতর্কের। 

এদিকে হিজাব পরে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না দেওয়ায় রাজ্য জুড়ে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করল। রাজ্য জুড়ে দ্বিতীয় প্রাক বিশ্ববিদ্যালয় কোর্সের প্র্যাক্টিকাল (Practical) পরীক্ষা বয়কট করল তারা। গত ডিসেম্বরে উদুপির প্রি ইউনিভার্সিটি গার্লস কলেজে একটি আন্দোল শুরু করেছিল ছয় শিক্ষার্থী। তারাও সোমবার পরীক্ষায় অনুপস্থিত ছিলেন বলে খবর। 

আরও পড়ুন: স্ট্যালিন ম্যাজিকেই কাজ, তামিলনাড়ুর পুরভোটে ডিএমকে-কংগ্রেস-বাম জোটে ধরাশায়ী এডিএমকে

আরও পড়ুন: উত্তর প্রদেশে চতুর্থ দফার শক্তি পরীক্ষা, নতুন ইতিহাস কি লিখবে লাখিমপুর খেরি

আরও পড়ুন: শান্তি বজায় রাখতে বড় উদ্যোগ, শিখ ফর জাস্টিসের সঙ্গে যুক্ত অ্যাপ নিষিদ্ধ