সংক্ষিপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা চিঠিতে কর্ণাটকের জনগণকে তাদের ভালবাসা আর স্নেহের জন্য ধন্যবাদ জানিয়েছেন। কর্ণাটকের জন্য বিজেপির কী পরিকল্পনা রয়েছে তাও জানান তিনি।
রাত পোহালেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। আর আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বাসিন্দাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখছেন। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি পোস্টও করেছেন । সেখানেই প্রধানমন্ত্রী কণাটকের উন্নয়ন আর সমৃদ্ধির জন্য বিজেপি ব্লুপ্রিন্টে তুলে ধরেছেন। বিজেপির লক্ষ্য ৩৪ বছরে পুরনো অ্যান্টি ইনকাম্বেসি ফ্যাক্টর বা ক্ষমতায় থাকা বিরোধীদের ব্যর্থতার কথা তুলে ধরে টানা দ্বিতীয়বারের জন্য কর্ণাটক জয় করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা চিঠিতে কর্ণাটকের জনগণকে তাদের ভালবাসা আর স্নেহের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কর্ণাটককে উন্নত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি জোর দিয়েছেন, কর্ণাটকের অর্থনীতির ওপর। তিনি বলেছেন এই রাজ্যের যা পরিস্থিতি তাতে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্য তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন, কর্ণাটকের অর্থনীতি ভারতকে বিশ্বের তিনটি শক্তিশালী অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্যে সাহায্য করবে। কর্ণাটক আগামী দিনে দেশে একটি গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে উঠেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী COVID-19মহামারি চলাকালীন বিদেশি বিনিয়োগ আনার জন্য বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। বলেন কর্ণাটক বার্ষিক আয়ের ৯০ হাজার কোটি টাকারও বেশি লাভত্র করে। আগের সরকারের অধীনে এই লাভের অঙ্ক ৩০ হাজার কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রধানমন্ত্রী কর্ণাটকের জনগণকে আশ্বস্ত করে জানিয়েছেন বিজেপি সরকার শহুরে পরিকাঠামোর ওপর জোর দেবে। পরবর্তী প্রজন্মের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। গ্রামীণ ও শহুরে জীবনযাত্রীর মান উন্নয়ন করা হবে। মহিলা ও যুবকদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেছেন তাঁর সরকার শ্রমিক -কৃষক সকলের উন্নয়নের জন্য কাজ করবে।
কর্ণাটক জয়ের লক্ষ্যে একাধিকবার কর্ণাটক সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোডশো থেকে জনসভায় প্রায় চষে ফেলেছেন গোটা কর্ণাটক রাজ্য। একের পর এক সভায় মোদী নিশানা করেছেন প্রতিপক্ষ কংগ্রেস ও জেডিএসকে। তেমনই রোডশোতে পেয়েছেন কর্ণাটকের মানুষের উষ্ম অভ্য়র্থনা। কোথায় তাঁরে ফুলের বৃষ্টিতে বরণ করে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। কোথাও আবার মোদীকে একবার চোখের দেখা দেখার জন্য পরিবারের সদস্যরা রাস্তার দুই ধারে ভিডড করে দাঁড়িয়ে ছিল।
১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ২২৪ আসনেরর কর্ণাটক বিধানসভায় কংগ্রেস, বিজেপি ও জেডিএসই মূল প্রতিদ্বন্দ্বী। কর্ণাটকের ভোটার ৫.২ কোটি। যারমধ্যে এই প্রথম ভোট দেবেন ৯ লক্ষ ১৭ হাজার। ভোট গণনা আগামী ১৩ মে।