সংক্ষিপ্ত

একেই বলে বিনা মেঘে বজ্রপাত। সবাই যখন ধরে নিয়েছেন যে সবকিছু ঠিকঠাক চলছে। সেই সময় বোমা ফাটালেন গোয়া আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান পরিচালক নাদাভ লাপিদ।

কাশ্মীর ফাইলস সিনেমাটি আসলে একটি উদ্দেশ্যপ্রণোদিত-এক পাক্ষিক এবং অশ্লীলতার ভর্তি একটি ছবি। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমনই বোমা ফাটিয়েছেন ইজারেয়েলের পরিচালক নাদাভ লাপিদ। তিনি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফআই-এর জুরি বোর্ডের প্রধান। ২৮ তারিখে গোয়ায় সরকারি সাংবাদিক সম্মেলনে নাদাভ যখন এমন মন্তব্য করছিলেন তখন তাঁর পাশেই বসে ছিলেন আশা পারেখ থেকে শুরু করে অন্য জুরি মেম্বাররা। এমনকী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানারা। সকলেই নাদাভ লাপিদ-এর এমন খুল্লামখুল্লা মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান।

কী করে কাশ্মীর ফাইলসের মতো ছবিকে গোয়া আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত করা হল তা নিয়েও বিষ্ময় প্রকাশ করেন নাদাভ। গোটা ঘটনায় তিনি রীতিমতো অবাক এবং হতভম্ভ বলেও মন্তব্য করেন।