লতা মঙ্গেশকরের মৃত্যুতে সোক প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
Live: চিরবিদায় সুর-সম্রাজ্ঞী, শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য
কোভিড ১৯ থেকে মুক্তি পেলেও লাগাতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে লতা মঙ্গেশকরের। যার জেরে তাঁকে ফের একবার ভেন্টিলেটরে রাখতে হয়েছে। শনিবার চিকিৎসকরা জানান, ভারতের মেলোডি কুইন লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। আর এই কারণে তাঁকে পের আইসিইউ-এ রাখা হয়েছে। লতার শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন চিকিৎসকরা। আপাতত মেলোডি কুইনকে ভেন্টিলেটরেই রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
- FB
- TW
- Linkdin
শ্রদ্ধা জানালোন পাক প্রধানমন্ত্রী
সুর-সম্রাজ্ঞীর শেষকৃত্য
জ্বলে উঠল চিতার আগুন চিরবিদায় লতা মঙ্গেশকর।
সুর-সম্রাজ্ঞীকে রাষ্ট্রীয় সেলাম
প্রয়াত লতা মঙ্গেশকরকে দেওয়া হল রাষ্ট্রীয় স্যালুট
চোখের জলে দিদি লতাকে বিদায় জানালেন আশা ভোঁসলে
আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর এবং পরিবারের অন্যান্য সদস্যরা কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দেন। চোখের জলে দিদি লতাকে শেষ বিদায় জানান আশা ভোঁসলে।
লতা দিদিকে শেষ শ্রদ্ধা শাহরুখের
তাঁর বহু সিনেমায় শোনা গিয়েছে কোকিলকন্ঠীর স্বর। লতাদিদিকে শেষ শ্রদ্ধা জানালেন শাহরুখ
লতা মঙ্গেশকরের শেষকৃত্য, দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় সম্মান
চির বিদায় বেলায় চোখে জল গোটা দেশবাসীর। শুরু সুর-সম্রাজ্ঞীর শেষকৃত্য। সকলের উপস্থিতিতেই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে লতা মঙ্গেশকরকে।
শেষ শ্রদ্ধায় গম্ভীর শিবাজি পার্কের পরিবেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ক্রিকেটার সচিন তেন্ডুলকর, শিবাজি পার্কে প্রয়াত সুর-সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানালেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ
রণবীর কাপুর শিবাজি পার্কে
শেষবেলায় শ্রদ্ধাজ্ঞাপন করতে পৌঁছে গেলেন রণবীর কাপুর। জানালেন শেষ শ্রদ্ধা।
শেষ শ্রদ্ধা উদ্ধব ও আদিত্য ঠাকরের
শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে।
পুস্পস্তবকে শেষ শ্রদ্ধা জানালেন মোদী
প্রয়াত লতা মঙ্গেশকরকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শিবাজি পার্কে শাহরুখ
কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে পৌঁছলেন শাহরুখ খান।
লতা মঙ্গেশকরের জীবনের অজানা কাহিনি
প্রথম উপার্জনের টাকায় কেনা আংটি লতাজির কাছে ছিল সবচেয়ে মূল্যবান। ভারতের ৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজারের মত গান গেয়েছেন। 'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' আখ্যা পেয়েছিলেন তিনি।
শেষকৃত্যে প্রধানমন্ত্রী
লতা মঙ্গেশকরের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শিবাজি পার্কে পৌঁছে গেলেন মোদী
শিবাজি পার্কে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, শেষকৃত্যের প্রক্রিয়া শুরু, চলছে পুরোহিতদের পুজো-পাঠ। সম্মান জানালেন প্রধানমন্ত্রী।
মুম্বই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী
মুম্বইতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, কিছুক্ষণের মধ্যেই শেষ শ্রদ্ধা জানাবেন শিবাজি পার্কে। প্রস্তুতি শেষ পর্যায়।
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খান
শেষকৃত্যে শিবাজি পার্কে পৌঁছে গেলেন বলিউড স্টার শাহরুখ খান। সেখানেই উপস্থিত রয়েছেন বিটাউনের একাধিক সেলিব্রিটি।
শিবাজি পার্কে পৌঁছে গেল মরদেহ
শিবাজি পার্কে পৌঁছে গেল লতা মঙ্গেশকরের মরদেহ, সন্ধে ৬.৩০-এ শেষকৃত্য। তার আগেই রাষ্ট্রীয় সম্মান জানানো হবে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে।
'লতাজি ছিলেন কণ্ঠের কিংবদন্তি'- গুলজার
চির ঘুমের দেশে লতা মঙ্গেশকর। আর সুরসম্রাজ্ঞীকে নিয়ে এদিন মন খুললেন তামাম ভারতবাসীর প্রিয় গায়িকার অধিকাংশ গানের লিরিসিস্ট গুলজার। এদিন তিনি বলেছেন, 'লতাজি ছিলেন কণ্ঠের কিংবদন্তি। যতদিন ভারত গান গাইবে, ভারতের বুকে বাজবে বীণা। ততদিন তিনি বেঁচে থাকবেন।'
রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে সোমবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সব সরকারি অফিস, পুরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আগামীকাল রবীন্দ্র সদনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে তাঁকে। পাশাপাশি টানা ১৫ দিন রাজ্যে বাজবে লতাজির গান। আজ একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষকৃত্যের আগে দেহ থাকবে শিবাজি পার্কে
সুরসম্রাজ্ঞীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে শিবাজি পার্কে। সেখানেই ফিল্ম ইন্ডাস্ট্রির নিকটজনেরা এবং অন্যান্য প্রিয়জনরা শেষ শ্রদ্ধা জানাবেন লতা মঙ্গেশকরকে।