সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের আবহে কংগ্রেসে ভাঙন অব্যাহত। দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।

গত মাসে দিল্লি কংগ্রেস প্রধানের পদ ও দল ছাড়েন অরবিন্দর সিং লাভলি। সেই সময় তিনি বলেছিলেন, অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিলেন তিনি। এদিন নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে দলে যোগ দেন লাভলি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র  সচদেব, বিজেপি-র জাতীয় সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন লাভলি। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট নিয়ে শুরু থেকেই তাঁর আপত্তি ছিল। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব সেই আপত্তিতে কান না দেওয়ায় কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন লাভলি। তাঁর সঙ্গেই বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজ কুমার চৌহান, নসিব সিং, নীরজ বাসোয়া ও প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মালিক।

দিল্লির মানুষের হয়ে লড়াই করতে চান লাভলি

বিজেপি-তে যোগ দেওয়ার পর লাভলি বলেছেন, ‘বিজেপি-র হয়ে আমাদের দিল্লির মানুষের জন্য লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করব। আমার পূর্ণ আশা আছে, প্রয়োজনের চেয়ে বেশি আসন নিয়েই দেশে বিজেপি সরকার গঠিত হবে। এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। আগামী দিনে দিল্লিতেও বিজেপি-র পতাকা উড়বে।’

 

 

৬ বছর পর বিজেপি-তে লাভলি

এর আগে ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন লাভলি। কিন্তু পরের বছরই বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন তিনি। কিন্তু এবার আবার বিজেপি-তে ফিরলেন লাভলি। তিনি দাবি করেছেন, কংগ্রেসে থাকার সময় নিজেকে পঙ্গু মনে হচ্ছিল। কংগ্রেস যেভাবে চলছে, তাতে তিনি কাজ করতে পারছিলেন না। লাভলির দাবি, কংগ্রেস সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ এবং দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে সমঝোতার ফলেই দলে সমস্যা তৈরি হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rahul Gandhi: 'সমুদ্রের নীচে গিয়ে নাটক করছে,' দ্বারকায় পুজো নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

Congress: অর্থাভাব, লোকসভা নির্বাচন থেকে সরলেন পুরীর কংগ্রেস প্রার্থী

YouTube video player