সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের মতোই কেরালার মানুষও রাজনীতি সচেতন। দক্ষিণ ভারতের এই রাজ্যে এবারের লোকসভা নির্বাচনেও বিভিন্ন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে এরই মধ্যে মজার ঘটনাও দেখা যাচ্ছে।

কেরালার আলেপ্পিতে এবার কি দিন অন্তর্বাস পরে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন পুরুষ ভোটাররা? এক নির্দল মহিলা প্রার্থীর প্রতীক নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই প্রার্থীর প্রতীক পুরুষদের অন্তর্বাস। নির্দল প্রার্থীরা নির্বাচন কমিশনের দেওয়া অনেক প্রতীকের মধ্যে থেকে কোনও একটি প্রতীক বেছে নিতে পারেন। এই মহিলা প্রার্থী পুরুষদের অন্তর্বাসই বেছে নিয়েছেন। তাঁর এই প্রতীক নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। অনেকে মজা করে বলছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও দলীয় প্রতীক রাখা যায় না। তাহলে কি পুরুষরা অন্তর্বাস পরে ভোট দিতে যেতে পারবেন না? কেউ অন্তর্বাস পরে ভোট দিতে গেলে তাঁকে কি অন্তর্বাস খুলে রেখে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হবে? একজন আবার লিখেছেন, সুপারম্যান আলেপ্পির ভোটার হলে তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়া হত।

দ্বিতীয় দফায় আলেপ্পিতে ভোট

শুক্রবার সারা দেশের ১০২টি কেন্দ্র লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে। সেদিন আলেপ্পিতে ভোটগ্রহণ করা হবে। পুরুষদের অন্তর্বাস প্রতীক নিয়ে নির্দল প্রার্থী হওয়া এই মহিলার জামানাত জব্দ হতে পারে। তবে তিনি প্রচারে নজর কেডে় নিচ্ছেন।

 

 

আলেপ্পিতে এবার ত্রিমুখী লড়াই

আলেপ্পিতে এবার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিআইএম প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ এ এম আরিফ। বিজেপি প্রার্থী হয়েছেন শোভা সুরেন্দ্রন। কংগ্রেস প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। ফলে এই কেন্দ্রের লড়াই জমে উঠেছে। এখানে লড়াই মূলত সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে। তবে বিজেপি-ও লড়াইয়ে থাকার চেষ্টা করছে। ফলে আলেপ্পিতে কী ফল হয় সেদিকে সারা দেশের নজর থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনে প্রথম দফায় ৫ বছর আগের তুলনায় ৯.৪০% কম ভোট

BJP campaign: মোদীর পরে উত্তরবঙ্গে ভোট প্রচারে রবিবার অমিত শাহ ও রাজনাথ সিং, রইল বিস্তারিত সফরসূচি

BJP: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারকে স্নান করালেন সুভাস সরকার, পাল্টা তোপ তৃণমূলের