সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হতে চলেছে ১ জুন। তার আগে দেশের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

সোমবার বিহারের পালিগঞ্জে ইন্ডিয়া জোটের জনসভায় ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, তাঁর দিদি মিসা ভারতী পৌঁছতেই ভেঙে পড়ল মঞ্চ। তবে কেউ আহত হননি। শরীরের ভারসাম্য হারিয়ে যাওয়ার পথে রাহুলের হাত ধরে নেন মিসা। মাঝখান থেকে মঞ্চ তুবড়ে গেলেও, কেউ পড়ে যাননি। নিরাপত্তারক্ষীরা রাহুলদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এর আগে উত্তরপ্রদেশে রাহুল ও অখিলেশ যাদবের জনসভায় বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে অনেকের পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জনসভায় ভাষণ না দিয়েই চলে যান রাহুল ও অখিলেশ। এবার বিহারের জনসভায় এই বিপত্তি ঘটল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনা। গেরুয়া শিবির এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুলকে কটাক্ষ করছে।

মিসার হয়ে প্রচারে রাহুল

এবারের লোকসভা নির্বাচনে বিহারের পাটলিপুত্র কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিসা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রামকৃপাল যাদব একসময় মিসার বাবা লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে পরে আরজেডি ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন রামকৃপাল। তাঁর বিরুদ্ধেই মিসার লড়াই।

 

 

প্রয়াগরাগেও রাহুলের সভায় বিশৃঙ্খলা

১৯ মে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ফুলপুরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির যৌথ জনসভায় যোগ দিতে যান রাহুল ও অখিলেশ। সেই জনসভায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কংগ্রেস ও সমাজবাদী পার্টির সমর্থকদের শান্ত হওয়ার আবেদন জানান রাহুল ও অখিলেশ। কিন্তু তাতে কোনও ফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না দেখে জনসভার কাজ শেষ না করেই চলে যান রাহুল ও অখিলেশ। সেদিনই কারাছানার মুঙ্গারিতে দ্বিতীয় জনসভায় যোগ দিতে যান রাহুল-অখিলেশ। কিন্তু সেখানেও বিশৃঙ্খলা দেখা যায়। এবার বিহারের জনসভাতেও সমস্যা দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rahul Gandhi: চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সভাস্থল ছাড়লেন রাহুল-অখিলেশ

Viral Video: কেন রাহুল গান্ধী আদানি ও অম্বানিদের আক্রমণ করেন? তার উত্তরে একী বললেন অধীর চৌধুরী

Controversial comments: 'মেধার ভিত্তিতে নিয়োগ হয় না',রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে তোলপাড় শিক্ষা মহল