ট্রেনে ভ্রমণের সময় লোয়ার বার্থের টিকিট পেতে চান? জেনে নিন রেলের নিয়ম
- FB
- TW
- Linkdin
রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, সব যাত্রীরই চাহিদা পূরণের চেষ্টা করা হয়
ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। প্রতিটি যাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে রেলওয়ে যথাসাধ্য চেষ্টা করে। শিশু থেকে বৃদ্ধ, সকলেই ট্রেনে যাতায়াত করেন। বয়স্ক নাগরিকদের জন্য রেলওয়ে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করে।
৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের লোয়ার বার্থে বুকিং দেওয়ার চেষ্টা করা হয়
আপনার বাড়ির বাবা-মা বা অন্যান্য বয়স্ক ব্যক্তিরা যাতে ট্রেনে আরামে ভ্রমণ করতে পারেন, তার জন্য রেলের বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। বয়স্ক নাগরিকদের টিকিট বুক করার সময় লোয়ার বার্থ পাওয়া যায়।
রেলের নিয়ম থাকা সত্ত্বেও সবসময় বয়স্ক যাত্রীরা লোয়ার বার্থে বুকিং পান না বলে অভিযোগ
বয়স্ক নাগরিকদের সুবিধার্থে রেলওয়ে বিভিন্ন নিয়ম প্রণয়ন করেছে। এটি তাঁদের ভ্রমণকে আরামদায়ক করে তোলে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল বয়স্কদের জন্য লোয়ার বার্থে বুকিং। একজন যাত্রী তাঁর মামার জন্য ট্রেনের টিকিট বুক করেছিলেন এবং তাঁর পায়ে সমস্যা থাকায় লোয়ার বার্থে চেয়েছিলেন। কিন্তু রেল তাঁকে আপার বার্থ দিয়েছে বলে একজন যাত্রী অভিযোগ করেছেন।
বয়স্ক ব্যক্তিদের জন্য লোয়ার বার্থে বুকিং পেতে হলে টিকিট বুকিংয়ের সময় সে কথা উল্লেখ করতে হবে
ওই যাত্রীর অভিযোগের জবাবে রেল জানিয়েছে, সাধারণ কোটায় টিকিট বুক করলে বার্থ খালি থাকলেই পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। লোয়ার বার্থে বুকিংয়ের সুযোগ ব্যবহার করে টিকিট বুক করলে লোয়ার বার্থে পাওয়া যাবে।
সাধারণভাবে লোয়ার বার্থে বুকিং পাওয়ার চেষ্টা করলে সবসময় তা পাওয়া যায় না
সাধারণ কোটায় টিকিট বুক করলে লোয়ার বার্থ খালি থাকা সাপেক্ষেই বরাদ্দ করা হবে বলে রেল জানিয়েছে। প্রথম এলে প্রথম পাবেন নীতিতে এই বার্থ বরাদ্দ করা হয়। সাধারণ কোটায় বুকিংয়ে কোনও হস্তক্ষেপ নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
ট্রেনে অন্য কোনও যাত্রী যদি লোয়ার বার্থ ছেড়ে দেন, তাহলে বয়স্ক ব্যক্তি তা পেতে পারেন
তবে, যাঁরা লোয়ার বার্থে জায়গা পাননি, তাঁরা TTE-এর কাছে লোয়ার বার্থের জন্য আবেদন করতে পারেন। অথবা যাত্রীরা নিজেরাই লোয়ার বার্থের জন্য পরস্পরের সঙ্গে আলোচনা করতে পারেন।