সংক্ষিপ্ত

বিজেপি শাসিত পঞ্চায়েতের জেলা সহ সভাপতির কাণ্ড দেখে দলের অন্দরেই শুরু ডামাডোল। সভাপতির ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে এ কী করলেন গেরুয়া দলপতি? 

শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে জেরবার ভারতের বিভিন্ন রাজ্য। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত রাজ্যেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা ঘৃণ্য পর্যায়ে পৌঁছে যেতে পারে, তার স্পষ্ট উদাহরণ ভিন্ড জেলা। 

পদ্মশিবিরের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এল তো বটেই, তার সঙ্গে প্রশ্ন উঠে গেল দলের নেতাদের প্রতিবাদের পদ্ধতির অভিরুচি নিয়েও। এক প্রতিবাদী নেতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে টোল প্লাজার নিকট গাড়ি থামিয়ে এসে বিজেপি দলের জেলা সভাপতির ছবি দেওয়া একটি ব্যানার ছিঁড়ে ফেলছেন এক ব্যক্তি, তারপর সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে রাখছেন রাস্তার ধারে। এরপর সেই ছেঁড়া ব্যানারের ওপর প্রস্রাব করছেন তিনি। এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়তেই দেশ জুড়ে শোরগোল! 

জানা গেছে, ভিডিওটি মধ্যপ্রদেশের ভিন্ড জেলার একটি ক্লিপ। এই রাজ্যে সম্প্রতি মেহগাঁও জনপদ পঞ্চায়েতের জেলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র সিং নরওয়ারিয়া। কয়েক দিন আগেই এলাকায় প্রথমবারের জন্য পরিদর্শনে এসেছিলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন অঞ্চলে তাঁর ছবি দেওয়া ব্য়ানার টাঙানো হয়। তাঁর ওপর বিরোধিতা বশত রাস্তার ধারে লাগানো সেই ব্যানার নামিয়েই সেটির ওপর প্রস্রাব করে দিলেন অপর বিজেপি নেতা। তিনি আবার বহাল ছিলেন সহ সভাপতি পদে। তাঁর নাম শৈলেন্দ্র সিং ভাদুরিয়া।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, আপাতত ভিডিও প্রকাশ হওয়া ওই বিজেপি নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে টানা ৬ বছরের জন্য তাঁর প্রাথমিক সদস্য পদও কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, টোল প্লাজার নিকটে জেলা সভাপতির ছবি দেওয়া ব্য়ানার টাঙানো হয়েছিল। গাড়ি থেকে নেমে এসে সেই ব্যানারটাই টেনে খুলে দিয়ে নামিয়ে ফেলেন শৈলেন্দ্র। তাঁর টানাটানিতে ব্যানারটি ছিঁড়েও যায়। এরপর তিনি বেশ সতর্কভাবেই সেটিকে রাস্তার ধারে সোজা করে শুইয়ে রাখেন এবং তারপর সেটির উপর প্রস্রাব করতে থাকেন। তাঁর সেই কীর্তি দূর থেকে ভিডিওতে তুলে ফেলেন কোনও ব্যক্তি, অন্য আরেকটি দিক থেকে তাঁর কাণ্ড ধরা পড়ে সিসি ক্যামেরাতেও। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হতভম্ব হয়ে পড়েছে দলীয় নেতৃত্ব। শাস্তিস্বরূপ তাঁর কাছ থেকে আপাতত ৬ বছরের জন্য় দলের প্রাথমিক সদস্য়পদ কেড়ে নেওয়া হয়েছে। 
 


আরও পড়ুন-
‘জামা খোলো’, নাবালিকাকে কড়া আদেশ শিক্ষকের! লজ্জায় গায়ে আগুন দিল ঝাড়খণ্ডের নবম শ্রেণির ছাত্রী
দাদা-র বিরুদ্ধে কেউ একটা কথাও বলেনি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্পষ্ট বক্তব্য বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষের
ছলছলে রক্তবর্ণ চোখ! কুণাল, রাজীবের পোস্ট করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসাকালীন ছবি দেখে তোলপাড় নেট দুনিয়া