সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভারতের একটি স্যাটেলাইট ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ভারতকে রাতের আকাশে অত্যন্ত আলোকোজ্জ্বল দেখাচ্ছে। সেই ছবিটি দীপাবলির রাতের নয় বলে দাবি করেছেন এক ব্যক্তি।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র (NASA) সোশ্যাল মিডিয়ার পেজ থেকে পোস্ট করা হয়েছিল উপগ্রহ থেকে তোলা ভারতের একটি ছবি, যেখানে রাতের আকাশে ভারতকে অত্যন্ত আলোকোজ্জ্বল হিসেবে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিকেই দীপাবলির রাতে ভারতের ছবি বলে ছড়িয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু, এই ছবিটি নিয়েই এবার ভুল ধারণা শুধরে দিলেন একজন পর্যবেক্ষক। 

-

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই পর্যবেক্ষক জানিয়েছেন, 'দীপাবলির রাতে ভারত' শিরোনাম দিয়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে যে ছবিটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবিটি অবশ্যই ভারতেরই ছবি এবং সেটি পোস্ট করা হয়েছে NASA-র তরফ থেকেই। কিন্তু, ছবিটি মোটেই দীপাবলির রাতের ছবি নয়। এমনকি, কোনও একটিমাত্র দিনের ছবিই নয় এটি। 



দীপাবলির রাতে ভারতের ছবিটি ‘মিথ্যা ছবি’ নয় বটে, কিন্তু, তার সঙ্গে জুড়ে দেওয়া তথ্যগুলি ভুল বলে দাবি করেছেন ওই পর্যবেক্ষক। তিনি লিখেছেন, এটি দীপাবলির রাত নয় দীপাবলির সঙ্গে এর কোনও সম্পর্কও নেই। তিনি জানিয়েছেন, এটি হল স্যাটেলাইট থেকে নেওয়া যেকোনও দিনের রাত্রিবেলার আলোর একটি অস্থায়ী সংমিশ্রণ। বিভিন্ন তারিখে (বছরও হতে পারে) তিনটি রাতের স্যাটেলাইট ছবি তিনটি আলাদা আলাদা রঙে মার্ক করা আছে। লাল, সবুজ এবং নীল। 

-

ছবিটিতে ভারতের প্রতিবেশী দেশগুলির জন্যও এরকম অনেক রঙের আলো আছে। যেমন পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ইত্যাদি। ছবিটির সঙ্গে দীপাবলির কোনও সম্পর্ক নেই । সম্ভবত এটি একটি ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে, দক্ষিণ এশিয়ার কিছু অংশে বিভিন্ন সময়ের তুলনায় অন্যান্য আলোর চেয়ে বেশি আলো ছিল। তাই এটি জাল ছবি নয় বটে, তবে এটির সঙ্গে ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করেছেন অনেকে।