বিশাখাপত্তনমে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। মায়ের সঙ্গেই মৃত্যু হল গর্ভস্থ শিশুর।
বাবা-মায়ের দাম্পত্য কলহের জেরে পৃথিবীর আলোই দেখতে পেল না গর্ভস্থ শিশু। মায়ের গর্ভেই দেখে নিতে হল চরম পরিণতি। অন্তঃসত্ত্বাকে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী।
মায়ের সঙ্গেই মৃত্যু হল গর্ভস্থ শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। মৃতার নাম অনুষা বলে জানা গিয়েছে। মৃতার বয়স ২৭ বছর। জানা যায়, বাকবিতণ্ডা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তর্কাতর্কি চলাকালীনই স্ত্রীর অনুষার গলা টিপে ধরেন তাঁর স্বামী জ্ঞানেশ্বর। তাতেই জ্ঞান হারিয়ে ফেলেন অনুষা। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী ও গর্ভস্থ সন্তান।
জানা গিয়েছে এরপরেই নিজেই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন অভিযুক্ত।পরে থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। জানা গিয়েছে এক বছর আগে প্রেম করেই বিয়ে হয়েছে অনুষা জ্ঞানেশ্বরের। মাঝেমধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো। ঘটনার তদন্ত করছে পুলিশ।


